TRENDING:

10 Crore Fake Note: সন্দেশখালির গেস্ট হাউজে থরে থরে রাখা ডিমের ট্রেতে এসব কী? পুলিশের হাতে যা এল, কল্পনার বাইরে, উদ্ধার ১০ কোটির...

Last Updated:

10 Crore Fake Note: ধামাখালি ফেরিঘাট সংলগ্ন হোটেলে ২০৬ নম্বর ঘরে ডিমের কার্টুনের ভেতর ১০ কোটি টাকার জাল নোট লুকিয়ে রাখা ছিল। পুলিশ তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সন্দেশখালি: সন্দেশখালির আভিজাত গেস্ট হাউস থেকে উদ্ধার ১০ কোটি টাকার জাল নোট, গ্রেফতার দুই। এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পুলিশের দাবি, অধিকাংশ টাকাই ছিল ৫০০ টাকার নকল নোট, যার মধ্যে সামান্য অংশই ছিল আসল।
News18
News18
advertisement

ঘটনাটি ঘটে ধামাখালি ফেরিঘাট সংলগ্ন হোটেলে ২০৬ নম্বর ঘরে। ঘরে ডিমের কার্টুনের ভেতর টাকা লুকিয়ে রাখা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি চালায় এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করে। উদ্ধার হওয়া টাকা গুণতে রাত পেরিয়ে যায়, এখনও পর্যন্ত গণনা চলেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন দেবব্রত চক্রবর্তী, দক্ষিণ ২৪ পরগনার মহেশতলার বাসিন্দা। অপরজন সিরাজউদ্দিন মোল্লা, জীবনতলার মোটর দীঘির বাসিন্দা। তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ সন্দেশখালির বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। অনুমান, আরও বেশ কিছু জায়গায় জাল নোট মজুত থাকতে পারে।

advertisement

আরও পড়ুনঃ কোটি কোটি ভক্তদের জন্য দুঃসংবাদ! ‘কিং’-এর শ্যুটিং ফ্লোরে আহত শাহরুখ খান, আমেরিকায় চলছে চিকিৎসা

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জানা গিয়েছে, এই হোটেলটি এক সময় আলোচিত নেতা শেখ শাহাজাহান ও শিবু হাজরার দখলে ছিল। বর্তমানে হোটেলের মালিক শেখ শাহাজাহানের ঘনিষ্ঠ বাপ্পাদিত্য মণ্ডল। এত বিপুল পরিমাণে জাল নোট কোথা থেকে এল, বা তা কোথায় পাঠানোর পরিকল্পনা ছিল কিনা, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হলে, তা জানা যাবে বলে দাবি বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমানের। ঘটনায় সন্দেশখালি-সহ আশেপাশের এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশের টিম এখনও তল্লাশি চালাচ্ছে। সবমিলিয়ে, আবারও একবার আলোচনায় এল ধামাখালি ও তার রাজনৈতিক সংযোগ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
10 Crore Fake Note: সন্দেশখালির গেস্ট হাউজে থরে থরে রাখা ডিমের ট্রেতে এসব কী? পুলিশের হাতে যা এল, কল্পনার বাইরে, উদ্ধার ১০ কোটির...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল