Shah Rukh Khan Injured: কোটি কোটি ভক্তদের জন্য দুঃসংবাদ! 'কিং'-এর শ্যুটিং ফ্লোরে আহত শাহরুখ খান, আমেরিকায় চলছে চিকিৎসা
- Published by:Shubhagata Dey
Last Updated:
Shah Rukh Khan Injured: শ্যুটিং ফ্লোরে আহত কিং খান। মুম্বইয়ের গোল্ডেন টোব্যাকো স্টুডিওতে একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন এই সুপারস্টার। চোটের সুনির্দিষ্ট তথ্য গোপন থাকলেও সূত্রের খবর, চিকিৎসার জন্য ইতিমধ্যেই আমেরিকা উড়ে গিয়েছেন শাহরুখ। আর এই খবরে মন খারাপ 'বাদশাহ' ভক্তদের।
advertisement
advertisement
advertisement
*চিকিৎসকরা শাহরুখকে কমপক্ষে এক মাসের জন্য সম্পূর্ণ বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে ছবিটির শ্যুটিং শিডিউল স্থগিত করা হয়েছে। ফিল্ম সিটি, গোল্ডেন টোব্যাকো এবং ওয়াইআরএফ স্টুডিওর মতো লোকেশনগুলি প্রাথমিকভাবে জুলাই এবং অগাস্টে বুকিং করা হয়েছিল, তবে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত বুকিং বাতিল করা হয়েছে। পরবর্তীতে বলিউড বাদশাহ সুস্থ হলে সেপ্টেম্বর বা অক্টোবরে ফের শ্যুটিংয়ের আকজ শুরু হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement