দেগঙ্গা এক পঞ্চায়েতের ১১৯ বুথের ভোটার তালিকায় শেফালী মন্ডলের মা ঊষারাণী মন্ডল। শেফালী মন্ডল আদতে একজন বাংলাদেশী, তিনি এদেশে এসে বেলিয়াঘাটা এলাকার বাসিন্দা ঊষারাণী মন্ডলের বাড়ি ভাড়া থাকতেন, পরবর্তীতে তিনি তার ছেলেকে এদেশে নিয়ে এসে ভোটার তালিকায় নাম তোলেন।
advertisement
প্রথমে অভিযোগ অস্বীকার করেন শেফালী মন্ডল, পরে বর্তমান মৃত ঊষারণী মন্ডলের ছেলে নির্মল মন্ডল পর্দা ফাঁস করতেই বেড়িয়ে আসে শেফালী মন্ডলের ভারতীয় ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার কৌশল। শেফালী মন্ডল প্রথমে বলেন, তার মা ঊষারাণী মন্ডল, ভাই নির্মল মন্ডল। নির্মল মন্ডল জানান, তারা দুই বোন এক ভাই, শেফালী তার কেউ হন না, তাদের বাড়ি ভাড়া থাকতেন, মাকে ধরম মা বলতেন, তারপর শেফালী ঊষারাণী মন্ডলকে মা সাজিয়ে ভোটার হন।
আরও পড়ুন: দিব্যি ঘুমাচ্ছিল ‘ওঁরা’, আচমকা ধেয়ে এল গঙ্গা! তলিয়ে গেল একের পর এক বাড়ি, দেখুন কী করুণ পরিস্থিতি
উত্তর ২৪ পরগনায় এমন ঘটনার জেরে পরবর্তীতে চাপে পড়ে ক্যামেরার সামনে শেফালী স্বীকার করেছেন, বাংলাদেশে তার মায়ের নাম উষারাণী মন্ডল, বাড়ির মালিক গৃহকর্ত্রীর নামও উষারাণী মন্ডল, ব্যাস হয়ে গেল দুই আর দুই চার, তারপর স্থানীয় কয়েকজনের সহযোগিতা আদালতে এবিট ওবিট করে ভারতীয় ভোটার তালিকায় নাম তোলা।
যা নিয়ে শাসকদলের ঘাড়ে দোষ চাপিয়ে বিজেপির দাবি বাংলাদেশী হিন্দুদের শরনার্থী তালিকায় এনে তাদের ভারতীয় নাগরিকত্ব দেবে কেন্দ্রের বিজেপি সরকার, বাংলাদেশী মুসলিম অনুপ্রবেশকারী তাদের তাড়ানো হবে। শাসকদলের দাবি বাম আমলে অবৈধভাবে বাংলাদেশীদের ভোটার তালিকায় নাম তোলা হয়েছে, বিজেপি শুধু মিথ্যা সমালোচনা করে।