TRENDING:

Firecrackers: আলো ঝলমলে রাতের আকাশ! 'নবাবের শহরে' চোখধাঁধানো আতশবাজি প্রদর্শনী, বাড়ি বসেই দেখুন ঝলক

Last Updated:

Firecrackers Exhibition: বাজিগুলির মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বিশাল উচ্চতার কদম গাছের বাজি ও চড়কি আতশবাজি। বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় জমিয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারীঃ লক্ষ্মীপুজো উপলক্ষে প্রতি বছরের মতো এই বছরও কান্দি মনোহরপুরে আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হল। বিগত বেশ কিছু বছর বৃষ্টি ও কোভিড পরিস্থিতির কারণে বন্ধ থাকলেও গত বছর থেকে ফের আতশবাজি প্রদর্শনী শুরু হয়। এবারও ব্যতিক্রম হল না। বুধবার রাতে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। তা দেখতে ভিড় জমান বহু সাধারণ মানুষ।
advertisement

মুর্শিদাবাদ জেলার কান্দির পাশেই অবস্থিত মনোহরপুর গ্রাম। এই গ্রামে দুর্গাপুজো হয় না, প্রধান উৎসব লক্ষ্মীপুজো। সেই পুজো উপলক্ষে বুধবার রাতে চোখধাঁধানো আতশবাজি প্রদর্শনী করা হয়। সেই প্রদর্শনী দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে।

আরও পড়ুনঃ ভুটানের জলে ভাসছে জয়গাঁ, কাদায় ডুবেছে বাড়িঘর! সমস্যা সমাধানের লক্ষ্যে বিধায়ক যা করলেন… এবার ঘুচবে দুর্দশা?

advertisement

জানা গিয়েছে, গতকাল রাতে মনোহরপুর গ্রামের লক্ষ্মীপুজো কমিটির পরিচালনায় কয়েক লক্ষ টাকা বাজেটের এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রকমারি আতশবাজি দেখানো হয়। সেগুলি কার্যত তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল। বাজিগুলির মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বিশাল উচ্চতার কদম গাছের বাজি ও চড়কি আতশবাজি। এছাড়াও বিভিন্ন রঙবেরঙের তুবড়ি বাজির প্রদর্শনীও হয়।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
যুবকের দুর্দান্ত বিজনেস আইডিয়া, বাড়ির ছোট্ট জায়গায় করছেন 'এই' কাজ, আয় লক্ষ লক্ষ টাকা
আরও দেখুন

বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। রাজ্য সড়কের রাস্তার দু’ধারে এক রাতের জন্য বিশাল মেলাও বসে। তবে সাবধানতা অবলম্বনে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিল কান্দি থানার পুলিশ প্রশাসন। এই আতশবাজি প্রদর্শনীতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখছিল কান্দি থানার পুলিশ। বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের উপর পুলিশ মোতায়েন করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Firecrackers: আলো ঝলমলে রাতের আকাশ! 'নবাবের শহরে' চোখধাঁধানো আতশবাজি প্রদর্শনী, বাড়ি বসেই দেখুন ঝলক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল