মুর্শিদাবাদ জেলার কান্দির পাশেই অবস্থিত মনোহরপুর গ্রাম। এই গ্রামে দুর্গাপুজো হয় না, প্রধান উৎসব লক্ষ্মীপুজো। সেই পুজো উপলক্ষে বুধবার রাতে চোখধাঁধানো আতশবাজি প্রদর্শনী করা হয়। সেই প্রদর্শনী দেখার জন্য হাজার হাজার মানুষের ঢল নামে।
advertisement
জানা গিয়েছে, গতকাল রাতে মনোহরপুর গ্রামের লক্ষ্মীপুজো কমিটির পরিচালনায় কয়েক লক্ষ টাকা বাজেটের এই আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন রকমারি আতশবাজি দেখানো হয়। সেগুলি কার্যত তাক লাগিয়ে দেওয়ার মতো ছিল। বাজিগুলির মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে বিশাল উচ্চতার কদম গাছের বাজি ও চড়কি আতশবাজি। এছাড়াও বিভিন্ন রঙবেরঙের তুবড়ি বাজির প্রদর্শনীও হয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার মানুষ আতশবাজি প্রদর্শনী দেখার জন্য ভিড় জমিয়েছিলেন। রাজ্য সড়কের রাস্তার দু’ধারে এক রাতের জন্য বিশাল মেলাও বসে। তবে সাবধানতা অবলম্বনে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছিল কান্দি থানার পুলিশ প্রশাসন। এই আতশবাজি প্রদর্শনীতে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে লক্ষ্য রাখছিল কান্দি থানার পুলিশ। বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের উপর পুলিশ মোতায়েন করে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।