Alipurduar News: ভুটানের জলে ভাসছে জয়গাঁ, কাদায় ডুবেছে বাড়িঘর! সমস্যা সমাধানের লক্ষ্যে বিধায়ক যা করলেন... এবার ঘুচবে দুর্দশা?

Last Updated:
Alipurduar News: একটু ভারী বৃষ্টি হলেই কাদায় ভরে ওঠে এলাকা। এমনকি বাড়িঘরগুলিতেও প্রবেশ করে এক পা কাদা। এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে এদিন ভুটানে গিয়ে কনসুলেট জেনারেলের সঙ্গে কথা বললেন কালচিনির বিধায়ক বিশাল লামা।
1/5
ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁয় সীমানা প্রাচীর ভেঙে প্রবেশ করে ভুটানের জল। এই পরিস্থিতিতে জল-কাদায় পরিপূর্ণ হয়ে যায় এলাকা। কাদার পরিমাণ এতটা বেশি, জয়গাঁর বিভিন্ন এলাকার বাড়িঘরগুলি কাদায় ডুবে থাকে। এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে এদিন ভুটানে গিয়ে কনসুলেট জেনারেলের সঙ্গে কথা বললেন কালচিনির বিধায়ক বিশাল লামা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
ভুটান সীমান্তবর্তী শহর জয়গাঁয় সীমানা প্রাচীর ভেঙে প্রবেশ করে ভুটানের জল। এই পরিস্থিতিতে জল-কাদায় পরিপূর্ণ হয়ে যায় এলাকা। কাদার পরিমাণ এতটা বেশি, জয়গাঁর বিভিন্ন এলাকার বাড়িঘরগুলি কাদায় ডুবে থাকে। এই সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতে এদিন ভুটানে গিয়ে কনসুলেট জেনারেলের সঙ্গে কথা বললেন কালচিনির বিধায়ক বিশাল লামা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
2/5
ভুটান পাহাড় থেকে আসা জল ও ভুটান পাহাড়ের নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটে। ভুটান প্রশাসনের অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক বিধায়কের।
ভুটান পাহাড় থেকে আসা জল ও ভুটান পাহাড়ের নদীতে হঠাৎ জল বেড়ে যাওয়ার কারণে এই ঘটনা ঘটে। ভুটান প্রশাসনের অন্যান্য আধিকারিকের সঙ্গে বৈঠক বিধায়কের।
advertisement
3/5
গত শনিবার ও রবিবার টানা বৃষ্টিপাতের ফলে ফুঁসে উঠেছিল তোর্ষা নদী। বিপদসীমার উপর দিয়ে জল বইছিল। পাশাপাশি গোবরজ্যোতি, যোগিখোলা নদীতেও জল দেখা যায়। নদীগুলির পাশাপাশি ভুটান পাহাড়ের কাদাজল প্রবেশ করে জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতের মঙ্গলাবাড়ি, খোকলাবস্তি, রাইগাঁও এলাকায়।
গত শনিবার ও রবিবার টানা বৃষ্টিপাতের ফলে ফুঁসে উঠেছিল তোর্ষা নদী। বিপদসীমার উপর দিয়ে জল বইছিল। পাশাপাশি গোবরজ্যোতি, যোগিখোলা নদীতেও জল দেখা যায়। নদীগুলির পাশাপাশি ভুটান পাহাড়ের কাদাজল প্রবেশ করে জয়গাঁ এক গ্রাম পঞ্চায়েতের মঙ্গলাবাড়ি, খোকলাবস্তি, রাইগাঁও এলাকায়।
advertisement
4/5
এলাকায় একটু ভারী বৃষ্টি হলেই এই ছবি দেখা যায়। কাদায় ভরে থাকে এলাকা। এমনকি বাড়িঘরগুলিতেও প্রবেশ করে এক পা কাদা। বিধায়ক বিশাল লামা জানান,
এলাকায় একটু ভারী বৃষ্টি হলেই এই ছবি দেখা যায়। কাদায় ভরে থাকে এলাকা। এমনকি বাড়িঘরগুলিতেও প্রবেশ করে এক পা কাদা। বিধায়ক বিশাল লামা জানান, "ভুটানের জল হু হু করে প্রবেশ করে। প্লাবিত হয় এলাকা। বাসিন্দাদের রাস্তায় উঠতে হয়। আমরা ভুটানের কাছে এই সমস্যা তুলে ধরেছি, যাতে তাঁদের পক্ষ থেকে সমস্যার সমাধান করা হয়।"
advertisement
5/5
চলতি বছরের জুন মাসের প্রথমে ভুটানের কনসুলেট জেনারেল এবং অন্যান্য অধিকারিকদের এনে জয়গাঁর এই পরিস্থিতি দেখিয়েছিলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। সেই সময় ভুটানের তরফে আশ্বাস মিলেছিল তাঁরা নদীগুলির ড্রেজিং করবে। নদীর মুখ যাতে জয়গাঁর জনবসতি এলাকায় না থাকে, সেই দিকটিও দেখবেন। সেই আশ্বাস আর বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন গঙ্গাপ্রসাদ শর্মা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
চলতি বছরের জুন মাসের প্রথমে ভুটানের কনসুলেট জেনারেল এবং অন্যান্য অধিকারিকদের এনে জয়গাঁর এই পরিস্থিতি দেখিয়েছিলেন জেডিএ চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা। সেই সময় ভুটানের তরফে আশ্বাস মিলেছিল তাঁরা নদীগুলির ড্রেজিং করবে। নদীর মুখ যাতে জয়গাঁর জনবসতি এলাকায় না থাকে, সেই দিকটিও দেখবেন। সেই আশ্বাস আর বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন গঙ্গাপ্রসাদ শর্মা। (ছবি ও তথ্যঃ অনন্যা দে)
advertisement
advertisement
advertisement