TRENDING:

Extra Marital Affair: বাস কন্ডাক্টরের সঙ্গে পালাল গৃহবধূ, পথের কাঁটা একরত্তিকে 'সরাতে' নিজের মেয়েকেই আছড়ে খুন করল মা

Last Updated:

অবৈধ প্রেমকে পূর্ণতা দিতে নিজের সন্তানকে আছড়ে খুন করল মা, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ডায়মন্ড হারবার, নবাব মল্লিক: অবৈধ প্রেমকে পূর্ণতা দিতে নিজের সন্তানকে আছড়ে খুন করল মা। মর্মান্তিক, নৃশংস এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে। ইতিমধ্যেই এই ঘটনার বিস্তারিত তথ্য দিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বিবাহিত জীবন ছেড়ে নতুন করে উড়তে চাওয়ার নেশাই এমন ঘটনার দিকে ঠেলে দিল পারুলিয়া কোস্টাল থানা এলাকার এক গৃহবধূকে‌। জানা গিয়েছে, গৃহবধূ চিংড়ি কারখানায় কাজে যেতেন। যাতায়াতের পথে পরিচয় হয় রায়দিঘি এলাকার এক বাস কন্ডাক্টরের সঙ্গে। বছরখানেকের এই প্রেমকে পূর্ণতা দিতে ওই বাস কন্ডাক্টরকে সঙ্গে নিয়ে স্বামীর বাড়ি ছাড়েন নাজিরা বিবি নামের ওই গৃহবধূ। স্বপ্ন দেখতে শুরু করেন, পিছনের জীবনকে মুছে ফেলে তাজউদ্দিনের সঙ্গে নতুন করে সংসার পাতার। সেই মতো তারা পরিকল্পনা করে পালিয়ে যান অন্ধ্রপ্রদেশে।

advertisement

এদিকে ওই গৃহবধূর স্বামী আজাহার লস্কর স্থানীয় থানায় লিখিত অভিযোগ জানান, যে তাঁর স্ত্রী কন্যাসন্তান-সহ নিখোঁজ হয়েছে। পারুলিয়া কোস্টাল থানা তদন্ত শুরু করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, নাজিরা বিবি আর তাজউদ্দিন ভিনরাজ্যে পালিয়েছে। সেখানে গিয়ে পুলিশ জানতে পারে, নাজিরা বিবির কন্যাসন্তান মারা গিয়েছে এবং তাকে সেখানে কবর দেওয়া হয়েছে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
খাওয়া-দাওয়া, আড্ডা, এসব করতে গিয়ে মিস করেছেন প্রতিমা দর্শন? চিন্তা কীসের!
আরও দেখুন

ঘটনায় সন্দেহ হয় ডায়মন্ড হারবার পুলিশের। গৃহবধূ এবং তার প্রেমিককে লাগাতার জেরা করা শুরু করে পুলিশ। জেরার মুখে একসময় ভেঙে পড়ে তারা। এর পর নিজের কন্যাসন্তানকে আছড়ে খুন করার কথা স্বীকার করে নেয় মা নাজিমা বিবি। বর্তমানে দু’জনকেই পুলিশ রিমান্ডে নিয়েছে। জানা গিয়েছে, অভিযুক্ত মহিলা এখন গর্ভবতী। তার শারীরিক পরীক্ষা করা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra Marital Affair: বাস কন্ডাক্টরের সঙ্গে পালাল গৃহবধূ, পথের কাঁটা একরত্তিকে 'সরাতে' নিজের মেয়েকেই আছড়ে খুন করল মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল