TRENDING:

বাতিল হয়েছে পরীক্ষা, খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তা! টানা বৃষ্টিতে দুর্ভোগের সীমা নেই এই গ্রামে

Last Updated:

প্রতিবছর বর্ষা এলেই রাস্তার এমনই বেহাল দশা হয়। চলতি বছরে অতিরিক্ত বৃষ্টিপাতে জলমগ্ন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়না: কয়েকদিনে লাগাতার বৃষ্টির জেরে জলমগ্ন এলাকা, রাস্তার উপর দিয়ে বইছে জমির জল, বাতিল পরীক্ষা। পূর্ব বর্ধমানের রায়না একনম্বর ব্লকের আনগুনা দাসপাড়া এলাকায় রাস্তার উপর দিয়ে বইছে জল। এক হাঁটু জল পেরিয়ে করতে হচ্ছে যাতায়াত। প্রতিবছর বর্ষা এলেই রাস্তার এমনই বেহাল দশা হয়। তারওপর চলতি বছরে অতিরিক্ত বৃষ্টিপাতে জলমগ্ন পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানিয়েও কোনও সুরাহা মেলেনি।
advertisement

রায়না ১ নং ব্লকের মুগরা গ্রাম পঞ্চায়েতের দাস পাড়া। আনগুনা গ্রামের ভিতর দিয়ে কয়েকশো মিটার যাওয়ার পরই দাসপাড়ায় পৌঁছনো যায়। প্রতিবছর বর্ষাতে গ্রামের প্রধান রাস্তা যেমন জলমগ্ন হয়ে উঠে, তেমনি বাড়িতে জল ঢুকে যাওয়ার ফলে আরও দুর্ভোগ বাড়ে স্থানীয়দের।

আরও পড়ুন: লর্ড কার্জনের মন জয় থেকে GI ট্যাগ, সীতাভোগ-মিহিদানার ইতিহাস জানলে গর্বে বুক ফুলবে আপনারও

advertisement

স্থানীয়দের অভিযোগ, বর্ষা আসলেই তাঁরা শঙ্কায় থাকেন। কিন্তু এ বছরে লাগাতার বৃষ্টি হওয়ায় সমস্যা বেড়েছে আরও। গত কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টির ফলে এলাকায় জল জমেছে। ইতিমধ্যেই গ্রামে ঢোকার প্রধান রাস্তা যেমন জলমগ্ন, তেমনি বাড়িতে জল ঢুকে গিয়েছে। স্থানীয়দের দাবি, দাসপাড়ায় প্রায় ১৫০ থেকে ২০০ টি পরিবার রয়েছে। গ্রামে ঢোকার প্রধান রাস্তা চলে গিয়েছে জলের তলায়। প্রায় এক হাঁটু জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে গ্রামবাসীদের। এমনকি রাস্তায় ওপর দিয়ে জল যাওয়ায় স্কুল যেতে পারছে না পড়ুয়ারা। ফলে আপাতত স্থগিত রাখতে হয়েছে আনগুনা বি.এম হাই স্কুলের পরীক্ষাও।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আনগুনা বি.এম হাই স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছেন, বৃষ্টির ফলে জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা। প্রধান রাস্তার ওপর দিয়ে বইছে মাঠের জল। ফলে জল পেরিয়ে স্কুলে আসতে পারছে না অধিকাংশ ছাত্র-ছাত্রী। এদিন থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সেই পরীক্ষাও আপাতত স্থগিত রাখার সিদ্ধান্তই নেওয়া হয়েছে। জল কমলে পরবর্তীতে পরীক্ষার তারিখ ঠিক করা হবে।

advertisement

আপাতত, জল কমার অপেক্ষায় দিন গুনছেন রায়না ১ নম্বর ব্লকের আনগুনা দাসপাড়ার বাসিন্দারা। তাঁদের একটাই প্রশ্ন, আর কতদিন এভাবে বর্ষার দুর্ভোগ পোহাতে হবে?

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সায়নী সরকার 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাতিল হয়েছে পরীক্ষা, খুঁজে পাওয়া যাচ্ছে না রাস্তা! টানা বৃষ্টিতে দুর্ভোগের সীমা নেই এই গ্রামে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল