একাদশীর রাতে মদের আসর, সকাল হতেই মন্দিরের চাতালে দেহ ক্ষত বিক্ষত মিলল যুবকের!

Last Updated:

ডোমজুড়ের সলপ বটতলায় একাদশীর রাতে বিকাশ মাঝির রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য. খুন নাকি দুর্ঘটনা, তদন্তে নেমেছে ডোমজুড় থানার পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট অপেক্ষায়।

একাদশীর রাতে ডোমজুড়ে বিকাশ মাঝির রক্তাক্ত দেহ উদ্ধার
একাদশীর রাতে ডোমজুড়ে বিকাশ মাঝির রক্তাক্ত দেহ উদ্ধার
একাদশীর রাতে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হাওড়ার ডোমজুড়ে। ঘটনাটি ঘটেছে ডোমজুড় থানার অন্তর্গত সলপ বটতলা এলাকায়। মৃত যুবকের নাম বিকাশ মাঝি। তাঁর দেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার গভীর রাতে সলপের একটি মন্দিরের চাতালে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বিকাশের দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমজুড় থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হঠাৎ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, মৃত্যুর পেছনে রহস্য রয়েছে। একাধিক সূত্র বলছে, ওই রাতে স্থানীয় কিছু যুবকের সঙ্গে বিকাশ মদের আসরে বসেছিল। সেখানেই কোনও ঝগড়া বা বচসা থেকে খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে পুলিশের একাংশের মতে, বিকাশ অসুস্থ হয়ে হঠাৎ পড়ে গিয়ে মারা গিয়েও থাকতে পারে। সব মিলিয়ে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়।
advertisement
অন্যদিকে, পরিবারের দাবি—এটি নিছক স্বাভাবিক মৃত্যু নয়। তাঁদের অভিযোগ, বিকাশকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। তাঁরা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব নয়। তাই রিপোর্টকে কেন্দ্র করে তদন্তে অগ্রগতি হবে। পাশাপাশি আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এলাকায় থাকা কয়েকজনকে জিজ্ঞাসাবাদও শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ।
advertisement
ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি আতঙ্কও ছড়িয়ে পড়েছে। একাদশীর রাতে হঠাৎ মন্দিরের চাতাল থেকে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় আতঙ্কিত সাধারণ মানুষও পুলিশের কাছে দ্রুত রহস্য উন্মোচনের দাবি জানিয়েছেন।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
একাদশীর রাতে মদের আসর, সকাল হতেই মন্দিরের চাতালে দেহ ক্ষত বিক্ষত মিলল যুবকের!
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement