TRENDING:

Baharampur News: এক মহিলার সাথে কটূক্তি ও অশালীন ব্যবহারের অভিযোগ!গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যান

Last Updated:

এক মহিলার সঙ্গে কটূক্তি (Verbal Abuse) ও অশালীন ব্যবহারের (Abuse) অভিযোগে গ্রেফতার (Arrest) বহরমপুর (Beharampur) পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: এক মহিলার সাথে কটূক্তি (Verbal Abuse) ও অশালীন ব্যবহারের    (Abuse) অভিযোগে গ্রেফতার (Arrest) বহরমপুর (Beharampur) পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য। অভিযোগকারী ওই মহিলা বহরমপুর পৌরসভার কর্মী। তার অভিযোগের ভিত্তিতেই শনিবার সকালে নীলরতন আঢ্যকে গ্রেফতার করে বহরমপুর (Baharampur) থানার পুলিশ (Police)। এরপরে বহরমপুর জেলা জর্জ আদালতে তোলা হলে বিচারক অন্তর্বর্তী কালীন জামিন মঞ্জুর করেন।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

বহরমপুর পুরসভার (Baharampur Municipality) ২০০২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত পুরপিতা হিসাবে দায়িত্বভার সামলেছেন নীলরতন আঢ্য। এছাড়াও তিনি প্রায় ৩৯বছর ধরে বহরমপুর পৌরসভার(Baharampur Municipality)  কাউন্সিলার ছিলেন। পুরসভার মেয়াদ শেষ হয়ে গেলে তাকে আর প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়নি রাজ্য সরকার। ২০১৬ সালে তিনি কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেন। মাঝখানে দলে গুরুত্ব না পাওয়ায় কংগ্রেসের সাথে তার সখ্যতা গড়ে ওঠে।

advertisement

Ex chairman of beharampur muicipality is arresed for allegation of verbal abuse- Photo-Representative

পুরসভার কর্মী অমৃতা গোস্বামী বহরমপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর বহরমপুর থানা তাকে ডেকে পাঠায়। তারপরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে তাকে গ্রেফতার করে। অভিযোগকারী অমৃতা গোস্বামী বলেন, ‘‘ফোনে আমাকে বিভিন্ন অশালীন ভাষা  (Verbal Abuse) ব্যবহার করেছে। তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে কটূক্তি করেছে। সেই সমস্ত কল ডিটেলস আমি বহরমপুর থানায় জমা দিয়েছি যাতে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়।’’

advertisement

আরও পড়ুন - Ind vs SA: Omicron- র উদ্বেগের মধ্যে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা সিরিজ, Central Government -র অনুমতির অপেক্ষায় BCCI

তবে বহরমপুর জেলা জজ আদালতে প্রায় ঘণ্টা খানেক শুনানি চলার পর বিচারক অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেন। নীলরতন আঢ্যের আইনজীবি আবু বাক্কার সিদ্দিকি বলেন, ‘‘নীলরতন আঢ্যর বিরুদ্ধে যেসব ধারায় অভিযোগ তোলা হয়েছিল, সেইবিষয়ে উপযুক্ত প্রমান পাওয়া যায়নি। সেই কারনেই বিচারক প্রত্যয় পাল অন্তর্বর্তী কালীন জামিন মঞ্জুর করেছেন।’’

advertisement

আরও পড়ুন - IND vs NZ: শ্রেয়স আইয়ারের অসাধারণ নজির, ভারত বনাম নিউজিল্যান্ডের 4th Day তে পেলেন অর্ধশতরান

নীলরতন আঢ্যের মেয়ে শিল্পী আঢ্য বলেন, ‘‘সামনেই পৌরসভা নির্বাচন। তার আগে তৃণমূলের একটা অংশ চক্রান্ত করেই বাবার বিরুদ্ধে এইরকম অভিযোগ তুলেছে। আমাদের বাড়িতে একটি ছেলে কাজ করে। শুক্রবার রাতে ওকে রাস্তায় হুমকি দেওয়া হয়েছিল যাতে আর কাজ না করে। আমাদের বাড়িতেও এর আগে হামলা করেছিল। এই ঘটনার পর আমরা বাবার নিরাপত্তা নিয়ে আতঙ্কে রয়েছি। আমরা চাই এই ঘটনায় যথাযথ তদন্ত করে মূল অভিযুক্তদের গ্রেফতার করা হক।’’ জামিন পাওয়ার পর নীলরতন আঢ্য বলেন, ‘‘আমাকে হেয় করার জন্য ষড়যন্ত্র করে এই চক্রান্ত করা হয়েছে। কিন্তু এই ষড়যন্ত্র টিকবে না। প্রশাসন ও আইনের প্রতিও আস্থা রয়েছে। বহরমপুর শহরের মানুষের প্রতিও আস্থা রয়েছে।’’ এই ব্যাপারে তৃণমূলের জেলা সভাপতি শাওনি সিংহ রায় বলেন, ‘‘এক মহিলাকে কটূক্তি করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। এর সঙ্গে তৃণমূলের কোন সম্পর্ক নেই। তদন্তের ভিত্তিতে আসল সত্য উদ্ঘাটিত হবে।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Pranab Kumar Banerjee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Baharampur News: এক মহিলার সাথে কটূক্তি ও অশালীন ব্যবহারের অভিযোগ!গ্রেফতার প্রাক্তন চেয়ারম্যান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল