হোম /খবর /খেলা /
শ্রেয়স আইয়ারের দারুণ নজির,ভারত বনাম নিউজিল্যান্ডের 4th Day তে পেলেন অর্ধশতরান

IND vs NZ: শ্রেয়স আইয়ারের অসাধারণ নজির, ভারত বনাম নিউজিল্যান্ডের 4th Day তে পেলেন অর্ধশতরান

Shreyas Iyer becomes the 1st indian cricketer to score a century and 50 on test debut- Photo-AP

Shreyas Iyer becomes the 1st indian cricketer to score a century and 50 on test debut- Photo-AP

IND vs NZ: কোনও ভারতীয় ক্রিকেটারের (Indian Cricketer) কেরিয়ারে এই প্রথম অভিষেক টেস্টের দুটি ইনিংসে শতরান ও অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করল৷

  • Last Updated :
  • Share this:

#কানপুর: ভারত বনাম নিউজিল্যান্ডের (IND vs NZ) মধ্যে কানপুরে (Kanpur Test) প্রথম টেস্ট হচ্ছে৷ আজ ম্যাচের চতুর্থ দিন (4th Day) দ্বিতীয় ইনিংসে শ্রেয়স আইয়ার  (Shreyas Iyer) সংকটমোচনকারীর ভূমিকায় এলেন৷ ভারত বনাম নিউজিল্যান্ড (IND vs NZ) প্রথম টেস্টের চতুর্থদিনে (4th Day) তিনি অর্ধশতরান (Shreyas Iyer Half Century) করেন৷ এরই সঙ্গে অভিষেক টেস্টে প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করার নজির গড়ে ফেললেন৷ কোনও ভারতীয় ক্রিকেটারের (Indian Cricketer) কেরিয়ারে এই প্রথম অভিষেক টেস্টের দুটি ইনিংসে শতরান ও অর্ধশতরানের কৃতিত্ব অর্জন করল৷

শ্রেয়স আইয়ারের  (Shreyas Iyer)  আগে সুনীল গাভাসকর ১৯৭১ সালে ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে অভিষেক টেস্টে দুটি ইনিংসেই অর্ধশতরান করেছিলেন৷ দিলাবর হুসেন অভিষেক টেস্টে দুটি ইনিংসেই অর্ধশতরানকারী প্রথম ভারতীয় ক্রিকেটার ছিলেন৷ তিনি ১৯৩৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে এই সাফল্য পেয়েছিলেন৷ কিন্তু এই দুটি ক্রিকেটার কেন অন্য কোনও ভারতীয় ক্রিকেটারই প্রথম ইনিংসে শতরান ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতরানের কৃতিত্ব বাইশ গজে করে দেখাতে পারেননি৷

আরও পড়ুন - Gautam Gambhir Death Threat: ‘‘দিল্লি পুলিশের মধ্যেই লোক আছে, বাঁচতে পারবে না’’, ফের প্রাণনাশের হুমকি ইমেল পেলেন গম্ভীর

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দ্বিতীয় ইনিংসে ১২৫ বলে ৬৫ রান (Shreyas Iyer Half Century ) করে আউট হন৷ তাঁর উইকেট নেন নিউজিল্যান্ডের টিম সাউদি তাঁর উইকেট নেন৷

ভারত বনাম নিউজিল্যান্ড (Ind vs NZ) প্রথম টেস্টের চতুর্থদিনে (4th Day) শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) দ্বিতীয় ইনিংসে ১২৫ বলে ৬৫ রান করেন৷ শ্রেয়স এই ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মারেন৷ কিন্তু আউট হওয়ার আগে টিম সাউদি ৬৫ করেন এবং টিম সাউদির শিকার হন৷ তিনি ষষ্ঠ উইকেটে রবিচন্দ্রন অশ্বিন  (R Ashwin) এবং সপ্তম উইকেটে চোট পাওয়া ঋদ্ধিমান সাহার (Wriddiman Saha)  সঙ্গে ৬৪ রান পার্টনারশিপ করেন৷ শ্রেয়সের সাহসী ইনিংসের দৌলতে ভারত নিউজিল্যান্ডের থেকে ২০০ রানের লিড হাসিল করে নেয়৷

আরও পড়ুন - Kerala Model Death Case: একইসঙ্গে দুই সুন্দরী মডেলের মর্মান্তিক মৃত্যু, খুন নাকি অ্যাক্সিডেন্ট!

এর শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) প্রথম ইনিংসে ১০৫ রান করেন৷ তিনি অভিষেকে শতরানকারী ষোড়শ ভারতীয় ক্রিকেটার হলে৷ এই কৃতিত্বের অধিকারী প্রথম ভারতীয় ক্রিকেটার হলেন লালা অমরনাথ৷ তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ১৯৩৩ মুম্বই টেস্টে এই নজির গড়েছিলেন৷ শ্রেয়সের আগে পৃথ্বী শ এই কৃতিত্ব অর্জন করেছিলেন৷

পৃথ্বী শ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে মুম্বইতে এই কাজ করেছিলেন৷ পৃথ্বী শ ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ২০১৮-র অক্টোবরে এই কাজ করেছিলেন৷ রাজকোটে সেই টেস্ট খেলা হয়েছিল৷ তিনি ১৩৪ রান করেছিলেন৷ ২০১৩ সালে রোহিত শর্মা এই নজির অর্জন করেছিলেন৷ তিনিও ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১৭৭ রান করেছিলেন৷ শ্রেয়স, রোহিত, পৃথ্বী তিনজনেই মুম্বইয়ের৷

শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ভারত বনাম নিউজিল্যান্ডের (Ind vs NZ) প্রথম টেস্টে শতরান করা দ্বিতীয় ভারতীয়৷ তার আগে গুণ্ডাপ্পা বিশ্বনাথ ৷ আইয়ার টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে অভিষেক করেন ২০১৭ সালে৷ তিনি অবশ্য ৪ বছর বাদে টেস্ট ক্রিকেটে সুযোগ পেলেন৷ তিনি টেস্ট  খেলা ৩০৩ তম ভারতীয় ক্রিকেটার৷

Published by:Debalina Datta
First published:

Tags: IND vs NZ, Indian Cricketer, Shreyas Iyer