ঘরের কাছেই এবার গাড়ির রেজিস্ট্রেশন! খুশি স্থানীয়রানতুন আরটিও অফিস তৈরি হতেই চিন্তামুক্ত সাধারণ মানুষ। কান্দি মহকুমার মুকুটে যুক্ত হল নতুন পালক। মুর্শিদাবাদের কান্দিতে আনুষ্ঠানিক উদ্বোধন হল আরটিও অফিসের। কান্দির মানুষের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয় একটি আরটিও অফিসের। এত দিন কান্দি মহকুমায় ৫টি ব্লকের মানুষকে মোটর ভেহিকেলসের যে কোন কাজের জন্য যেতে হত বহরমপুরে। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন কান্দি মহকুমার মানুষ।
advertisement
আরও পড়ুন- প্রতিমার অঙ্গে কী সেই বিশেষ সাজ? বিসর্জনের পর ক্ষতি হবে না পরিবেশের
অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক দীননারায়ন ঘোষ, কান্দি মহকুমা শাসক উৎকর্ষ সিং, কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, পরিবহন দফতরের আধিকারিক সহ বিশিষ্ট ব্যক্তিরা। কান্দি মহকুমা শাসক কার্যালয়ে এই অফিস চালু হতেই এবার কাজ হবে অতি দ্রুতই। স্বস্তিতে বাইকচালক থেকে গাড়ির চালক সকলেই।
কৌশিক অধিকারী