পায়ের পাতার গড়ন বলে দেবে আপনি ‘কেমন’ মানুষ! কার মনে কী আছে? মিলিয়ে নিন পা দেখে
সিলিং ফ্যানের ‘গরম’ হাওয়ায় ঘেমে স্নান? মাত্র ৭০ টাকা খরচ করলেই…এসির মতো ঠান্ডা হবে ঘর!
কৃষ্ণনগর পুরসভার দ্বিজেন্দ্র মঞ্চে মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশন অফ কৃষ্ণনগরের (MAK) দুজন এভারেস্ট-অভিযাত্রীর হাতে ভারতের জাতীয় পতাকা এবং সংস্থার পতাকা তুলে দেওয়া হল। নদিয়ার রানাঘাটের বাসিন্দা রুম্পা দাস, পেশায় শিক্ষিকা রুম্পাদেবী এর আগে একাধিক পাহাড় জয়ের ইতিহাস গড়েছেন।
advertisement
শুধু গরমে নয়, সারা জীবনে একটুও জল খায় না কোন প্রাণী…? বলতেই পারবেন না ‘গ্যারান্টি’!
কৃষ্ণনগর মাউন্টেনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে উজ্জ্বল করেছেন সংস্থা এবং বাংলার নাম। এর আগে একবার তিনি এভারেস্টের জন্য প্রস্তুতি নিয়েছিলেন, তবে সেই সময় তার করোনা হওয়ার লক্ষ্যে পৌঁছাতে পারেননি। তাই এবার আবারও মনে একরাশ আশা নিয়ে পাড়ি দিচ্ছেন এভারেস্টের পথে।
এভারেস্টে চড়ার খরচ প্রচুর ব্যয় সাপেক্ষ। এত খরচের যোগান কীভাবে বহন করবেন জানতে চাইলে তিনি বলেন, কয়েক লক্ষ টাকা দরকার পরে এভারেস্টে পাড়ি দেওয়ার জন্য। যা সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের জন্য সম্ভব হয় না। সেই কারণেই রীতিমতো টাকা লোন নিয়ে এবার পাড়ি দিচ্ছেন তিনি। তার এই প্রচেষ্টা যাতে সফল হয় তার জন্য শুভকামনা দিয়েছেন প্রবীণ পর্বতারোহী বসন্ত সিংহ রায়।
Mainak Debnath