পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার প্রান্তিক এক এলাকা জামুয়াপাতি। সেখানেই রয়েছে ভেটিআমলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়। ছোট্ট পরিসরে এই বিদ্যালয় হলেও পড়ুয়াদের শুধু পুঁথিগত শিক্ষা নয়, নৈতিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকেন শিক্ষকেরা। তবেই এবার জেলার মধ্যে সান্ধ্যকালীন এক কর্মসূচি নিল বিদ্যালয়ে শিক্ষকেরা। তবে এমন আয়োজনে আপনিও মুগ্ধ হবেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি ক্লাস করল সন্ধ্যায়।
advertisement
তবে এখানে ক্লাস নিলেন অন্য বিদ্যালয়ে থেকে আশা এক অতিথি শিক্ষক। অন্য স্কুলের শিক্ষকের পড়াশোনায় এবং সান্ধ্যকালীন ক্লাস হওয়ায় খুশি পড়ুয়ারা।
প্রচলিতভাবে সকালের স্কুলে অভ্যস্ত পড়ুয়ারা। তবে এই প্রাথমিক বিদ্যালয় তরফে মহাকাশ পর্যবেক্ষণ এবং একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পাঠ্য বইয়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের হাতে-কলমে শিক্ষা দিতে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
সেই কর্মসূচির এক অঙ্গ হিসাবে মহাকাশ সম্পর্কে বিশেষ এক সান্ধ্যকালীন ক্লাস নিলেন অন্য বিদ্যালয়ে থেকে আসা একজন শিক্ষক। শিক্ষকের পড়ানো মন দিয়ে শুনল পড়ুয়ারা। এরপর তারা টেলিস্কোপের মধ্য দিয়ে চাঁদ পর্যবেক্ষণ করে।
বিদ্যালয়ের এক অভিনব আয়োজন নজর কেড়েছে গোটা জেলায়। তবে দিন পড়ুয়ারা বেশ আনন্দ করেছে বিদ্যালয়ে এসে। দিনের থেকেও রাতের ক্লাস বেশি চমকপ্রদ তাদের কাছে।
রঞ্জন চন্দ