TRENDING:

Paschim Medinipur News: দিনের ক্লাস হল রাতে! 'বিশেষ কারণে' প্রাথমিক বিদ্যালয়ে অভিনব আয়োজন, কেন এমন জানলে অবাক হবেন

Last Updated:

Paschim Medinipur News: প্রান্তিক গ্রামীণ এলাকার এক ছোট্ট প্রাথমিক বিদ্যালয় এমন আয়োজন কেন? পড়ুয়াদের পাশাপাশি এমন এক সান্ধ্যকালীন কর্মসূচিকে উপভোগ করেন অভিভাবক থেকে গ্রামবাসীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: দিনের ক্লাস এবার রাতে, তাও ক্লাস নিলেন অন্য বিদ্যালয়ের শিক্ষক। সময়টা খুব অল্প। আর এতে বেজায় খুশি পড়ুয়ারা। শিক্ষার সঙ্গে সামঞ্জস্য রেখে, মাত্র একদিন কিছুটা সময়ের জন্য সান্ধ্যকালীন ক্লাস করল পড়ুয়ারা। শুধু তাই নয় পড়াশোনার সঙ্গে সম্পৃক্ত মহাকাশ পর্যবেক্ষণও করে ছোট শিশুরা। ঠাকুমার মুখে শোনা ‘চাঁদে চরকা কাটা বুড়ি’কে চাক্ষুষ করল তারা। তবে হঠাৎ প্রান্তিক গ্রামীণ এলাকার এক ছোট্ট প্রাথমিক বিদ্যালয় এমন আয়োজন কেন? পড়ুয়াদের পাশাপাশি এমন এক সান্ধ্যকালীন কর্মসূচিকে উপভোগ করেন অভিভাবক থেকে গ্রামবাসীরা।
advertisement

পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানার প্রান্তিক এক এলাকা জামুয়াপাতি। সেখানেই রয়েছে ভেটিআমলা বোর্ড প্রাথমিক বিদ্যালয়। ছোট্ট পরিসরে এই বিদ্যালয় হলেও পড়ুয়াদের শুধু পুঁথিগত শিক্ষা নয়, নৈতিক শিক্ষার পাশাপাশি হাতে-কলমে শিক্ষা দিয়ে থাকেন শিক্ষকেরা। তবেই এবার জেলার মধ্যে সান্ধ্যকালীন এক কর্মসূচি নিল বিদ্যালয়ে শিক্ষকেরা। তবে এমন আয়োজনে আপনিও মুগ্ধ হবেন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা একটি ক্লাস করল সন্ধ্যায়।

advertisement

তবে এখানে ক্লাস নিলেন অন্য বিদ্যালয়ে থেকে আশা এক অতিথি শিক্ষক। অন্য স্কুলের শিক্ষকের পড়াশোনায় এবং সান্ধ্যকালীন ক্লাস হওয়ায় খুশি পড়ুয়ারা।

প্রচলিতভাবে সকালের স্কুলে অভ্যস্ত পড়ুয়ারা। তবে এই প্রাথমিক বিদ্যালয় তরফে মহাকাশ পর্যবেক্ষণ এবং একটি সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে পাঠ্য বইয়ের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের হাতে-কলমে শিক্ষা দিতে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

advertisement

View More

সেই কর্মসূচির এক অঙ্গ হিসাবে মহাকাশ সম্পর্কে বিশেষ এক সান্ধ্যকালীন ক্লাস নিলেন অন্য বিদ্যালয়ে থেকে আসা একজন শিক্ষক। শিক্ষকের পড়ানো মন দিয়ে শুনল পড়ুয়ারা। এরপর তারা টেলিস্কোপের মধ্য দিয়ে চাঁদ পর্যবেক্ষণ করে।

বিদ্যালয়ের এক অভিনব আয়োজন নজর কেড়েছে গোটা জেলায়। তবে দিন পড়ুয়ারা বেশ আনন্দ করেছে বিদ্যালয়ে এসে। দিনের থেকেও রাতের ক্লাস বেশি চমকপ্রদ তাদের কাছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Paschim Medinipur News: দিনের ক্লাস হল রাতে! 'বিশেষ কারণে' প্রাথমিক বিদ্যালয়ে অভিনব আয়োজন, কেন এমন জানলে অবাক হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল