আরও পড়ুনঃ বাম-যুবদের ব্রিগেডে ‘রাজ্য সংগীত’, উড়ছে দেশের তেরঙ্গা! বেনজির দৃশ্যের কারণ কী?
বামেদের ব্রিগেড সমাবেশ হলেই বাবার সঙ্গে পৌঁছে যান ব্রিগেডে। আজও যুব ফেডারেশনের ডাকে ব্রিগেড সভায় বাবার হাত ধরে পৌঁছলেন। অনির্বান পোলবার আলিনগর ইয়াসিন মন্ডল স্কুলে শিক্ষককতা করেন।তবে তাঁর কথায় রাজ্যে যা চলছে যে ভাবে চাকরিতে দূর্নীতি হয়েছে,কেন্দ্র রাজ্য চোর পুলিশ খেলা চলছে এর বিরুদ্ধে ইনসাফ চাইতে পথে নেমে সোচ্চার হতে হবে, পথে প্রতিবাদ করতে হবে। তাই, চুঁচুড়া থেকে ট্রেন ধরে আজকেও ব্রিগেডমুখী তিনি।
advertisement
অনির্বাণের বাবা চুনিলাল মুখোপাধ্যায় বয়স ৬৭। তিনি ১৯৭৭ সাল থেকে যতবার বামেদের ডাকে ব্রিগেড হয়েছে ততবার গেছেন। গত দশটি সভায় ছেলেকে নিয়ে পৌঁছে গেছেন বাম নেতৃত্বের কথা শুনতে। হাওড়া থেকে বাম কর্মী-সমর্থকদের সঙ্গে পা মিলিয়ে ব্রিগেডের ময়দানে হাজির থেকেছেন। আগেও আগামী দিনেও মানুষের দাবী আদায়ে এভাবেই পথ হাঁটবেন। এবং ছেলেকেও সেই শিক্ষাই দিয়েছেন তিনি।
রাহী হালদার