TRENDING:

গঙ্গার জলস্তরে বন্যার আশঙ্কা! ভাঙন আতঙ্কে সচেতনতা গড়ে তুলতে আসরে পুলিশ 

Last Updated:

বর্ষাকালে গঙ্গার জল বাড়ছে। পুলিশ প্রশাসন আরও বেশি সচতন। গঙ্গার তীরবর্তী এলাকায় সামশেরগঞ্জ থানার উদ্যোগে চলছে মাইকিং। বর্ষা শুরু হতে গঙ্গার জলস্তর বেড়েই চলেছে। টানা বৃষ্টিতে গঙ্গার জলের স্রোত যেমন বেড়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তন্ময় মন্ডল, মুর্শিদাবাদ: বর্ষাকালে গঙ্গার জল বাড়ছে। পুলিশ প্রশাসন আরও বেশি সচতন। গঙ্গার তীরবর্তী এলাকায় সামশেরগঞ্জ থানার উদ্যোগে চলছে মাইকিং। বর্ষা শুরু হতে গঙ্গার জলস্তর বেড়েই চলেছে। টানা বৃষ্টিতে গঙ্গার জলের স্রোত যেমন বেড়েছে। তেমনি বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এই পরিস্থিতিতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছে পুলিশ প্রশাসন।
advertisement

জানা গিয়েছে, মুলত সামশেরগঞ্জের ধুলিয়ানে গঙ্গা সংলগ্ন তীরবর্তী এলাকায় সামশেরগঞ্জ থানার উদ্যোগে চলে সচেতনতা মূলক প্রচার। পুলিশের পক্ষ থেকে মাইকিং করে জানানো হয়, বর্ষাকালীন নদীর স্রোত খুবই প্রবল। তাই গঙ্গায় স্নানের সময় শিশুদের নিয়ে আসবেন না। পাশাপাশি ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সময় নৌকা পারাপার করবেন না। সেই আবেদনও জানানো হয়।

advertisement

আরও পড়ুন: সন্ধ্যে হতেই পড়ছে লম্বা লাইন, সংসারে সুখ-সমৃদ্ধির জন্য যা করছেন মহিলারা…,আপনিও কি করছেন

পুলিশ প্রশাসন সুত্রে জানা যায়, ঝাড়খন্ড ও উত্তরপ্রদেশের বৃষ্টির কারণে গঙ্গার জলস্তর বাড়ছে। জলের স্রোত খুবই প্রবল হয়ে পড়ছে। সামশেরগঞ্জ থানার উদ্যোগেই চলে সচেতনতা মূলক প্রচার। পুলিশের পক্ষ থেকে মাইকিং চলছে দৈনন্দিন। শুধু মাইকিং নয়, বিভিন্ন এলাকায় সচেতনতার বার্তা লেখা ব্যানার লাগানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গঙ্গা নদীর তীরে কোনও শিশুকে আসতে দেবেন না বা সঙ্গে নিয়ে যাবেন না। বৃষ্টির সময় বজ্রপাত ও ঝড়ের বিপদ থেকে নিজে নিরাপদ স্থানে থাকুন।

advertisement

আরও পড়ুন: দুর্গাপুজোর আর বাকি মাত্র…তমলুকের মাঝেই মাথা উঁচিয়ে মিশরের পিরামিড, নীল নদ! বড় চমক দিচ

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের সময় নৌকা পারাপার করবেন না। বৃষ্টিতে ভিজে যাওয়া, ঝড়ে ছিড়ে যাওয়া কোন বিদ্যুতের তার থেকে সাবধানে থাকুন। বন্যা বা প্রাকৃতিক দূর্যোগ সংক্রান্ত ব্যাপারে গুজবে কান দেবেন না। সকলে সাবধানে ও নিরাপদে থাকুন, ভাল থাকুন, সুস্থ থাকুন।স্থানীয় বাসিন্দা সুত্রে জানা যায়, প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় মানুষজন। পুলিশের এই দায়িত্বশীল ভূমিকায় সাধারণ মানুষের নিরাপত্তা আরও নিশ্চিত হবে বলে মনে করছেন এলাকাবাসী।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গঙ্গার জলস্তরে বন্যার আশঙ্কা! ভাঙন আতঙ্কে সচেতনতা গড়ে তুলতে আসরে পুলিশ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল