২০২৩ সালের ১৪ এপ্রিল হঠাৎই হাজির হয় সিবিআই জীবনকৃষ্ণ সাহার বাড়িতে। পরে মোবাইল ফোন ফেলে দেন পুকুরে। ঘটনার পর মোবাইল উদ্ধার হয়। ১৭ এপ্রিল জীবনকৃষ্ণ গ্রেফতার হন সিবিআইয়ের হাতে। এরপর ২০২৪ সালে জামিনে মুক্ত হন। এরপর এদিন ইডি গ্রেফতার করে তাঁকে। ইডি সূত্রে জানা গিয়েছে, বড়ঞার আন্দির পর বড়ঞার মহিশগ্ৰামে বেসরকারি ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রীতিমতো কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে গ্রামে পৌঁছে যায় কেন্দ্রীয় বাহিনী। তাঁর বাড়ি থেকে একাধিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে।
advertisement
মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার শ্বশুরবাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা হানা দেয়। সোমবার সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডি আধিকারিকরা তল্লাশি চালায় রঘুনাথগঞ্জে। যদিও জীবনকৃষ্ণ সাহা, যে টাকার হিসাব দিয়েছেন তা দেখে চক্ষু চড়কগাছ সকলের। বিধায়ক জীবনকৃষ্ণ সাহা তৃণমূলের প্রার্থী হওয়ার সময়ে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় লিখেছেন, তাঁর হাতে ছিল ৩৬ হাজার ৩১০ টাকা। স্ত্রী টগরীর হাতে ছিল ৮ হাজার ২৮০ টাকা। তৃণমূল বিধায়কের মোট আটটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে। যেগুলিতে রয়েছে যথাক্রমে ৫ লক্ষ, ৫ লক্ষ ৩২ হাজার ৪১১ টাকা, ৮ লক্ষ ২৬ হাজার ৫৬৯ টাকা, ৬ লক্ষ ১১ হাজার ৯৬৪ টাকা, ৪০ লক্ষ ৬ হাজার ৪১২ টাকা, ২ লক্ষ ২৫ হাজার ৩৪ টাকা, ২ লক্ষ ৪৩ হাজার ৪৯০ টাকা এবং ১০ হাজার টাকা।
আরও পড়ুনঃ মাত্র ৪০ মিনিটেই বারাসত-বনগাঁ! নয়া উড়ালপুল পেতে ১ বছর বন্ধ হবে যশোর রোড…! বিকল্প কোন পথে যান চলাচল?
স্ত্রীর নামে রয়েছে চারটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সেগুলিতে রয়েছে যথাক্রমে ১৪ লক্ষ ৬০ হাজার ১০১ টাকা, ১ লক্ষ ৬ হাজার ৩০৭ টাকা, ২৭ লক্ষ ৭৬ হাজার ৩৪২ টাকা এবং একটি অ্যাকাউন্টে রয়েছে ১০৮ টাকা। জীবনকৃষ্ণ সাহার নামে রয়েছে ৬ লক্ষ ৩৫ হাজার টাকার একটি স্করপিও, ৬ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকার একটি সুইফট ডিজায়ার, ২ লক্ষ ১০ হাজার টাকার একটি অল্টো এবং ২১ হাজার টাকার একটি বাজাজ বাইক। তাঁর নামে রয়েছে ১৫ গ্রাম সোনা, স্ত্রীর নামে রয়েছে ৬০ গ্রাম সোনা। পোস্টাল সেভিংস থেকে মিউচুয়াল ফান্ড, জীবনকৃষ্ণ ও তাঁর স্ত্রীর বিনিয়োগ রয়েছে একাধিক। নির্বাচন কমিশনে জমা দেওয়া ২০২১ সালের হলফনামা অনুযায়ী জীবনকৃষ্ণ সাহার মোট সম্পত্তির পরিমাণ ১ কোটি ৫ লক্ষ ৭ হাজার ৪৯ টাকা ১১ পয়সা। তাঁর স্ত্রীর মোট সম্পত্তির পরিমাণ ৫৬ লক্ষ ২৯ হাজার ২০১ টাকা।