Munger M*ur*der: স্বামী-স্ত্রী দু'জনেই মদে চুর! মদ্যপ অবস্থায় দরজায় তুললেন ছিটকিনি, তারপরই এমন উত্তপ্ত হল ঘরের পরিবেশ...! কল্পনাও করতে পারবেন না
- Published by:Shubhagata Dey
Last Updated:
Munger M*ur*der: স্বামী-স্ত্রী উভয়েই মদ্যপানে আসক্ত ছিলেন। গত সন্ধ্যায়, তারা দু'জনেই মদ্যপান করে এবং ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এই ঝগড়া তাদের নিত্যদিনের অভ্যাস ছিল, কিন্তু এবার নেশায় ঘোরে স্বামীকে খুন করে ফেলেন স্ত্রী।
মুঙ্গেরঃ বিহারে মদ নিষিদ্ধের দাবি হতে পারে, কিন্তু নেশার বিষ জীবন গ্রাস করছে। বাসুদেবপুর থানা এলাকার চণ্ডিকা স্থান সাহনি টোলায় এমনই একটি ঘটনা সামনে এসেছে যেখানে মদের নেশা একটি পরিবারকে ধ্বংস করে দিয়েছে। জানা গিয়েছে, স্বামী-স্ত্রী উভয়েই মদ্যপানে আসক্ত ছিলেন। গত সন্ধ্যায়, তারা দু’জনেই মদ্যপান করে এবং ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া শুরু হয়। এই ঝগড়া তাদের নিত্যদিনের অভ্যাস ছিল, কিন্তু এবার নেশায় ঘোরে স্বামীকে খুন করে ফেলেন স্ত্রী।
মদ্যপ ৪৫ বছর বয়সী স্বামী বীরু এবং ৪০ বছর বয়সী পুতুল দেবী দরজা বন্ধ করে একে অপরের সঙ্গে ঝগড়া শুরু করে। বিষয়টি এতটাই বেড়ে যায় বীরু লাঠি তুলে পুতুলকে বারবার আক্রমণ করছিল। পুতুলের বোন আশা দেবী এবং প্রতিবেশীরা ঝগড়া থামানোর চেষ্টা করলেও দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভাঙার সময়, পুতুল মাটিতে মৃত অবস্থায় পড়েছিল। কিন্তু, তার আগেই বীরু স্কাইলাইট ভেঙে পালিয়ে গিয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ মাত্র ৪০ মিনিটেই বারাসত-বনগাঁ! নয়া উড়ালপুল পেতে ১ বছর বন্ধ হবে যশোর রোড…! বিকল্প কোন পথে যান চলাচল?
advertisement
আরও পড়ুনঃ বিছানায় লুকিয়েছিল একজোড়া সাপ! মাসি-বোনঝি শুতেই উগরে দিল বিষের থলি! তারপর যে কাণ্ড ঘটল ২ সাপের সঙ্গে…! কাঁদছে গোটা আমেঠি
পুলিশ খুনিকে গ্রেফতার করেছে ইতিমধ্যেই। ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নেয় এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে দেয়। এদিকে, পুলিশ গ্রাম থেকেই বীরুকে গ্রেফতার করেছে। মৃত পুতুলের বোন আশা জানিয়েছেন, তাদের দু’জনেরই মদ্যপানের নেশা প্রতিদিন ঝগড়ার কারণ হত। এবার এই নেশা খুনের মতো জঘন্য অপরাধের দিকে ঠেলে দেয়। পুলিশ বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করছে।
advertisement
বীরু এবং পুতুলের তিনটি সন্তান। এক মেয়ে বিবাহিত এবং দুই ছেলে বাইরে কাজ করে। এই ঘটনা পুরো পরিবারকে ভেঙে দিয়েছে। প্রতিবেশীরাও এই ঘটনায় হতবাক। মদ্যপানের বিষয়ে কড়া হোক প্রশাসন, দাবি জানিয়েছেন অনেকেই। মুঙ্গেরের এই ঘটনা প্রকাশ্যে মদ্যপানের সহজলভ্যতার গল্প তুলে ধরেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 25, 2025 11:49 AM IST