TRENDING:

পাট্টা জমি দখল করে বিক্রির চেষ্টা, গ্রামবাসীরা প্রতিবাদ করতেই দালালরা যা করল জানলে...

Last Updated:

কালনা-২ ব্লকের সাহাপুর কলোনি পাড়ায় মাস কয়েক আগে ৫.৬ একর পাট্টা জমির একাংশ দালালরা দখল করে নেয় বলে গ্রামবাসীদের অভিযোগ। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা বাধা দিলেও কথা শোনেনি। তারপর সেই দখল করা জমির গাছপালা বেআইনিভাবে কেটে সাফ করে দেওয়া হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কালনা, পূর্ব বর্ধমান, নবকুমার রায়: সরকারি পাট্টা জমি জবরদখল করেছিল প্রোমোটাররা। গ্রামবাসীদের আপত্তি উড়িয়ে সেই জবরদখল করা জমি প্লট করে বিক্রিও শুরু হয়। অবশেষে নড়েচড়ে বসে প্রশাসন। বৃহস্পতিবার সেই জবরদখল করা জমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার কাজ শুরু হয়। ঘটনাটি কালনা-২ ব্লকের।
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

কালনা-২ ব্লকের সাহাপুর কলোনি পাড়ায় মাস কয়েক আগে ৫.৬ একর পাট্টা জমির একাংশ দালালরা দখল করে নেয় বলে গ্রামবাসীদের অভিযোগ। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা বাধা দিলেও কথা শোনেনি তারপর সেই দখল করা জমির গাছপালা বেআইনিভাবে কেটে সাফ করে দেওয়া হয়। এরপর প্লট করে বিক্রি করার জন্য দখল করা জমির মধ্যে ইট বিছিয়ে রাস্তা তৈরি করে দালালরা। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা একাধিকবার আপত্তি করলেও তারা পাত্তা দেয়নি। শেষে প্রশাসনের দ্বারস্থ হয় গ্রামের মানুষ।

advertisement

আরও পড়ুন: ৩ মাস ধরে তৈরি করা ডাকাতির ছক শেষ মুহূর্তে ভেস্তে দিল পুলিশ

অবশেষে নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর সবকিছু খতিয়ে দেখা হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে বড় জেসিবি মেশিন নিয়ে গিয়ে দালালদের থেকে ওই জমির দখল ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয় প্রশাসনের তরফ থেকে। দখল করা জমির সমস্ত ইট উঠিয়ে ফেলা হয়।

advertisement

আরও পড়ুন: অর্গানিক মাছ চাষেই ভবিষ্যৎ! বুঝে পেরেই এঁরা যা করলেন…

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে গ্রামবাসীদের দাবি, যাদের নামে পাট্টা ছিল তাদেরকেই এই জমি আবার ফিরিয়ে দিক ব্লক প্রশাসন। পাশাপাশি ওই জমির একাংশে গ্রামের ছেলেদের খেলার জন্য মাঠ করে দেওয়ার দাবি জানানো হয়েছে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাট্টা জমি দখল করে বিক্রির চেষ্টা, গ্রামবাসীরা প্রতিবাদ করতেই দালালরা যা করল জানলে...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল