কালনা-২ ব্লকের সাহাপুর কলোনি পাড়ায় মাস কয়েক আগে ৫.৬ একর পাট্টা জমির একাংশ দালালরা দখল করে নেয় বলে গ্রামবাসীদের অভিযোগ। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা বাধা দিলেও কথা শোনেনি তারপর সেই দখল করা জমির গাছপালা বেআইনিভাবে কেটে সাফ করে দেওয়া হয়। এরপর প্লট করে বিক্রি করার জন্য দখল করা জমির মধ্যে ইট বিছিয়ে রাস্তা তৈরি করে দালালরা। বিষয়টি নিয়ে গ্রামবাসীরা একাধিকবার আপত্তি করলেও তারা পাত্তা দেয়নি। শেষে প্রশাসনের দ্বারস্থ হয় গ্রামের মানুষ।
advertisement
আরও পড়ুন: ৩ মাস ধরে তৈরি করা ডাকাতির ছক শেষ মুহূর্তে ভেস্তে দিল পুলিশ
অবশেষে নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন। গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর সবকিছু খতিয়ে দেখা হয়। এরপর বৃহস্পতিবার সকাল থেকে বড় জেসিবি মেশিন নিয়ে গিয়ে দালালদের থেকে ওই জমির দখল ফিরিয়ে নেওয়ার কাজ শুরু হয় প্রশাসনের তরফ থেকে। দখল করা জমির সমস্ত ইট উঠিয়ে ফেলা হয়।
আরও পড়ুন: অর্গানিক মাছ চাষেই ভবিষ্যৎ! বুঝে পেরেই এঁরা যা করলেন…
এদিকে গ্রামবাসীদের দাবি, যাদের নামে পাট্টা ছিল তাদেরকেই এই জমি আবার ফিরিয়ে দিক ব্লক প্রশাসন। পাশাপাশি ওই জমির একাংশে গ্রামের ছেলেদের খেলার জন্য মাঠ করে দেওয়ার দাবি জানানো হয়েছে।