৩ মাস ধরে তৈরি করা ডাকাতির ছক শেষ মুহূর্তে ভেস্তে দিল পুলিশ
Last Updated:
পুলিশের তৎপরতায় বুধবার রাতে ডাকাতির আগেই চার দুষ্কৃতি ধরা পড়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল এয়ার গান, গ্যাস কাটার মেশিন, তালা ভাঙার আধুনিক যন্ত্র। তিন মাস ধরে তারা গোটা পরিকল্পনা করেছিল বলে খবর
চন্দননগর, হুগলি, সোমনাথ ঘোষ: বড়সড়ো ডাকাতির ছক। তার জন্য মাস তিনেক আগে থেকে ঘর ভাড়া নিয়ে এলাকাতেই থাকা শুরু হয়। তারপর শহরের একের পর এক অলঙ্কারের দোকান সহ মূল্যবান সামগ্রীর দোকানগুলিতে গ্রাহক সেজে হাজির হয়ে সরজমিনে সবকিছু খতিয়ে দেখার কাজও চলে। এইভাবে রেইকি করে পরিকল্পনাও তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু ‘অপারেশনের’ আগেই চন্দননগরে হাতেনাতে ধরা পড়ে গেল চার দুষ্কৃতী।
পুলিশের তৎপরতায় বুধবার রাতে ডাকাতির আগেই চার দুষ্কৃতি ধরা পড়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে নকল এয়ার গান, গ্যাস কাটার মেশিন, তালা ভাঙার আধুনিক যন্ত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে চন্দননগর পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডের ভাগার ধারে জড়ো হয়েছিল এই দুষ্কৃতিরা। তাদের মধ্যে আমতার দীপঙ্কর বোস প্রথম ধরা পড়ে। তার বিরুদ্ধে আগে থেকেই বেশ কিছু চুরি, ডাকাতির অভিযোগ রয়েছে। জেরায় জানা যায়, ভাগার ধারে মাস তিনেক আগে থেকে বাড়ি ভাড়া নিয়ে থাকছিল সে। সেই বাড়িতে আরও দু’জন ছিল- দীপঙ্কর বিশ্বাস ও নাসির গাজি। তাদের বাড়ি উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। তাঁরা ডাকাতির উদ্দেশ্যে দু’দিন আগে আসে।
advertisement
আরও পড়ুন: অর্গানিক মাছ চাষেই ভবিষ্যৎ! বুঝে পেরেই এঁরা যা করলেন…
এদেরকে জিজ্ঞাসাবাদ করে তাপস বিশ্বাসের নাম পাওয়া যায়। তার বাড়ি সিঙ্গুরের ন’পাড়ায়। তাপস’ই বাকিদের মধ্যে পরিচয় করিয়ে দিয়েছিল। তাকেও গ্রেফতার করে পুলিশ। চন্দননগরের বেশ কিছু নামকরা সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যেই তারা জড়ো হয়েছিল বলে জেরায় জানিয়েছে। এদিকে পুলিশ তদন্ত করে দেখছে এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 21, 2025 5:43 PM IST