TRENDING:

দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম! স্কুল যেতে আতঙ্ক বাড়ছে পড়ুয়াদের

Last Updated:

প্রসঙ্গত, ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি সংলগ্ন এলাকায় প্রায়ই হাতির দল তাণ্ডব চালায়। বিপদে পড়ে পর্যটকেরাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম, রাজু সিং: জেলা জুড়ে হাতির তাণ্ডব অব্যাহত। ফের দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রামের দুধকুন্ডি অঞ্চলের বারডাঙ্গা শিবাজী হাইস্কুলের ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা।
AI Image
AI Image
advertisement

জানা গিয়েছে, খাবারের সন্ধানে, মঙ্গলবার রাত্রে ১২ – ১৪ টির একটি দাঁতাল হাতির দল বারডাঙ্গা শিবাজী হাইস্কুলে ঢুকে পড়ে। স্কুলে তাণ্ডব চালিয়ে নষ্ট করে স্কুলের মধ্যে থাকা মিড-ডে মিলের চাল ডাল ও খাদ্য সামগ্রী সেই সঙ্গে নষ্ট করে স্কুলের মধ্যে থাকা একাধিক বেঞ্চ, টেবিল ও ঘরের দরজা জানালা। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তাণ্ডব অব্যাহত। দাঁতাল হাতির তাণ্ডবে নাজেহাল ওই এলাকার বাসিন্দারা। এছাড়াও স্কুলের শিক্ষকরা জানান, দাঁতাল হাতির দল যেভাবে স্কুল তাণ্ডব চালিয়ে তছনছ করেছে তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হয়েছে, স্কুল কর্তৃপক্ষকে। তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান দ্রুত প্রশাসন তাদের সহায়তা করুক। কবে হাতির সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে রয়েছেন ওই এলাকার মানুষজন।

advertisement

আরও পড়ুনতাহলে কমিশনের গাফিলতি হাতেনাতে ধরব…’ এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে বড় ঘটনা! ঝড় তুলে দিলেন কপিল সিবাল! বিচারপতিরা যা জানিয়ে দিলেন…

প্রসঙ্গত, ঝাড়গ্রাম ও বেলপাহাড়ি সংলগ্ন এলাকায় প্রায়ই হাতির দল তাণ্ডব চালায়। বিপদে পড়ে পর্যটকেরাও।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
দাঁতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ ঝাড়গ্রাম! স্কুল যেতে আতঙ্ক বাড়ছে পড়ুয়াদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল