বাঁকুড়া উত্তর বনবিভাগের বড়জোড়া রেঞ্জের পাবয়ার জঙ্গলে ইতিমধ্যে এসে পৌঁছেছে ৬৯ টি হাতির একটি দল! এই জঙ্গলেই হাতিদের আস্তানা। সারা বছর দু’চারটে হাতি থাকলেও পুজোর আগে একদল করে হাতি এসে আশ্রয় নেয় এই জঙ্গলে! ঠিক এই বছরও পুজোর আগে ৬৯ টি হাতির একটি দল এসে পৌঁচেছে এই জঙ্গলে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, আরও বেশ কিছু হাতির দল আসতে চলেছে এই জঙ্গলে!
advertisement
আরও পড়ুন : নেপাল সীমান্তে হাজির রাজ্যপাল ‘বোস’, খতিয়ে দেখলেন নিরাপত্তা! হাজির হলেন বাংলাদেশ বর্ডারেও! কী দেখলেন?
বড়জোড়া রেঞ্জের জঙ্গল লাগোয়া কালপাইনি, ডাকাইসিনি, পাবয়া সহ বেশ কিছু গ্রাম রয়েছে। এই গ্রামের মানুষগুলি হাতির আতঙ্কে বসবাস করছেন। স্থানীয়রা জানাচ্ছেন, কখনও হাতি তাদের বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে, বা কখনও ঘরবাড়ি ভেঙে দেয়। এছাড়াও চাষবাসের ক্ষতি করে। ঠিকমত এইসব ক্ষতিপূরণও পাওয়া যায় না। হাতির আগমনে চিন্তায় ঘুম উড়েছে এই এইসব গ্রামের মানুষগুলির! ঘন জঙ্গল, আর তার মাঝেই রাস্তা, ফেন্সিং তার দিয়ে রাস্তার দুপাশ ঘেরা। তাহলেও ভয় ও আতঙ্ক নিয়ে ওই রাস্তা দিয়ে পারাপার করতে হয় তাদের।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ফেন্সিং তার দিয়ে ঘেরা এই জঙ্গল তার মাঝেই রয়েছে ৬৯ টি হাতির একটি দল। এই জঙ্গলেই সারাক্ষণ হাতিদের নজরদারির জন্য রয়েছেন হুলা পাটি ও বনকর্মীরা। সাধারণ মানুষের উদ্দেশ্যে সচেতন বার্তা দেওয়া হচ্ছে বন দফতরের পক্ষ থেকে। তাহলেও গ্রামবাসীদের মধ্যে একটা আতঙ্ক রয়েই যাচ্ছে। সামনে দুর্গা পুজো, বিশ্বকর্মা পুজো ও লক্ষ্মীপুজো। এই গ্রামের মানুষগুলির পুজো কেমন কাটবে, সেই নিয়েই চিন্তিত রয়েছেন তারা।