যেভাবে শুক্রবার হাতির দল ওই এলাকায় সাতসকালে দাপিয়ে বেড়াচ্ছে, তাতে ঘরবাড়ির পাশাপাশি মাঠে থাকা ফসলের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা। আতঙ্কিত গ্রামবাসীরা কার্যত হাতির হামলার আশঙ্কায় দিশাহারা অবস্থার মধ্যে রয়েছেন। দিনের বেলা যেভাবে হাতির দল এলাকায় ঢুকে যে ভাবে তান্ডব শুরু করেছে, রাতের বেলা কীভাবে তাণ্ডব করবে সেই আশঙ্কাই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন তপবন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা বিষয়টি বন দফতরকে জানায়।
advertisement
আরও পড়ুন: মোবাইলের গেমের নেশা কী মারাত্মক! চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাংলার এই ঘটনা...
আরও পড়ুন: বিধানসভায় শেষ মুকুল রায়ের বিধায়ক পদের শুনানি, এবার যা হতে চলেছে...
শুক্রবার সকালে প্রায় ৫০ টি হাতির দল ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের তপবন এলাকায় ঢুকে তাণ্ডব শুরু করে। খবর পেয়ে বনদফতরের কর্মীরা তপবন এলাকায় গিয়ে হাতির দলের গতিবিধির উপর নজরদারি শুরু করে।