বুধবার রাতে দুটি হাতি তান্ডব চালায় এলাকায়। দলে একটি শাবকও ছিল। আতঙ্ক ছড়িয়ে পড়ে ঝাড়গ্রাম শহরে। শহরের মধ্য তিন জনের হাতির হামলায় মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বনপ্রতিমন্ত্রী বিরবাহা হাঁসদার নজস্ব বিধানসভা এলাকাতেই ঘটে এমন ঘটনা। বারবার এমন ঘটনা ঘটলেও বনপ্রতিমন্ত্রীর কোনও বক্তব্য এখনও পাওয়া যায়নি।
আরও পড়ুন: জেলে শুরুর রাত থেকেই মহা সমস্যায় ফিশচুলার রোগী অনুব্রত মণ্ডল, কী বিপদ!
advertisement
ঝাড়গ্রাম শহরের দাঁতাল হাতির তান্ডবে তিন জনের মৃত্যুর পাশাপাশি আরও আহত হয়েছেন আরও তিন জন। দুই জনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ১৬ নং ওয়ার্ড সংলগ্ন এলাকার শিরিস পোলের কাছে ঘটনাটি ঘটে। দুটি দলছুট হাতি হঠাৎ করেই ঢুকে পড়ে। সঙ্গে একটি বাচ্চাও ছিল।
আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়
রাস্তার পাশে রোজকার মতো বুধবার আড্ডা মারছিলেন কয়েকজন। হঠাৎ করেই হাতি চলে আসায় পালানোর সুযোগই পাননি তাঁরা। হাতির সামনে পড়ে যান তাঁরা। রাত পর্যন্ত হাতিগুলি শহরের ৮ নং ওয়ার্ড মেহেরাবাঁধ এলাকায় ঘোরাঘুরি করছিল। এলাকায় চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলাজুড়ে হাতির তান্ডব বেড়ে যাওয়ায় ক্ষোভ এলাকাবাসীর।
রাজু সিং