শনিবার আরামবাগের জনবহুল এলাকায় তান্ডবের পর কোনওরকমে হাতিটিকে গোঘাটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টায় ছিল বনদফতর, যাতে বাঁকুড়া অথবা পশ্চিম মেদিনীপুরের গড়বেতা জঙ্গলে ফেরানো যায়।সন্ধ্যায় পরিকল্পনা মতো কাজ হলেও রাতে ফের নদী পেরিয়ে আরামবাগে ও সকালে হুগলি জেলার সীমানা পেরিয়ে বর্ধমানের উচালনে ঢুকে পরে হাতিটি। সেখানেই তাকে ঘুম পাড়ানো গুলি দেওয়া হয়। এলাকায় ছিলেন আরামবাগ ও বর্ধমান রেঞ্জের আধিকারিকেরা। ছিল পুলিশ-প্রসাশন৷
advertisement
আরও পড়ুন: গ্রুপ ডি-তে সদ্য চাকরি-হারা ১৯১১ জন, ওয়েটিং লিস্টের ১৪৪৪ জনের তালিকা প্রকাশ করল কমিশন
আরও পড়ুন: স্ত্রী-বউমার অত্যাচারে অতিষ্ঠ বহু পুরুষ, প্রতিবাদে রাস্তায় নেমেও হচ্ছে না লাভ! শোরগোল শহরে
আরামবাগ শহরে তান্ডব চালানের পর রবিবার সকালে হাতিটি ঢুকে পড়ে রায়নার মাধবডিহি থানার বুলচন্দ্রপুরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে হাতিটি আরামবাগে ঢোকে, রীতিমতো তান্ডব চালায়। বেশ কয়েকটি গাড়িও ভেঙে দেয় হাতিটি। বনদফতর গতকাল রাতে অভিযান চালিয়ে হাতিটিকে গড়বেতা জঙ্গলের দিকে পাঠানোর চেষ্টা করলেও রাতে হাতিটি ফের ফিরে আসে। বনদফতর সূত্রে খবর, হাতিটিকে সম্ভবত উত্তরবঙ্গে নিয়ে যাওয়া হবে।