অবশ্যই জানতে ইচ্ছে করছে কে এই আটা লুটেরা। আটা লুটেরাকে সকলে রামলাল নামে চেনে। রামলাল হল জঙ্গলমহলের জনপ্রিয় দলছুট একটি দাঁতাল হাতি। শান্ত স্বভাবের ধীরগতিতে হাঁটাচলা করে এই রামলাল।
জঙ্গলমহলের জনপ্রিয় দলছুট একটি দাঁতাল হাতি
advertisement
কিন্তু খিদে পেলেই তখন সে আর নিজের খিদের জ্বালা আটকাতে পারে না। খিদেমেটানোর জন্য কখনও কারও বাড়িতে হানা দেয়, কখনও আবার জাতীয় সড়ক বা রাজ্য সড়ক আটকে চলমান গাড়ি থেকে খাবার সন্ধান করে।
বৃহস্পতিবার গভীর রাতে হঠাৎ করে খিদার জ্বালা সহ্য না করতে পেরে জঙ্গল থেকে বেরিয়ে আটা মিলে হানা দেয় রামলাল। ঝাড়গ্রাম থানার অন্তর্গত গাড়রো এলাকার একটি আটা মিলের দরজা ঠেলে ঢুকে পড়ে রামলাল। ভেতরে তখন আটা বোঝায় হচ্ছিল লরিতে। রামলালকে দেখে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে যায় গাড়ি চালক খালাসি। আর এই ফাঁকে আটা বস্তা নামিয়ে দেদার আটা খায় রামলাল।
রামলাল এর এই ধরনের আচরণ এই প্রথম নয়। মাঝেমধ্যে রামলালকে দেখা যায় লোধাশুলী থেকে ঝাড়গ্রাম আসার ৫ নম্বর রাজ্য সড়কের উপর জঙ্গল থেকে বেরিয়ে দাঁড়িয়ে রয়েছে। চলমান গাড়িতে শুঁড় গলিয়ে খাবারের সন্ধান করতে থাকে রামলাল। যতক্ষণ না পর্যন্ত সে খাবার পাচ্ছে ততক্ষণ পর্যন্ত এই কান্ড চালাতে থাকে। কিন্তু রামলাল কখনও মানুষের উপর সাধারণত আক্রমণ করে না। তার পেটের জ্বালা মিটলেই সে শান্ত হয়ে জঙ্গলে ফিরে যায়।
বুদ্ধদেব বেরা