TRENDING:

পাশের বাড়ির বোনের জন্মদিনে আনন্দ করতে গিয়ে জীবনটাই শেষ হয়ে গেল!

Last Updated:

পাশের বাড়ির এক বোনের জন্মদিন উপলক্ষে বাড়ি সাজানোর কাজে সেও যোগ দেয়। তখনই ঘটে দুর্ঘটনা। লাইট লাগানোর সময় আচমকাই বিদ্যুৎ তারে হাত পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: পরিবারে এখন শুধুই কান্না আর শূন্যতা। একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গিয়েছে গোটা পরিবার। চোখে জল নেই, আছে শুধু আকাশ ভেঙে পড়ার মতো হাহাকার। যে ঘরে জন্মদিনের আলো ঝলমলে সাজসজ্জার প্রস্তুতি চলছিল, সেখানে এখন নেমে এসেছে শোকের ছায়া।
কানাইদীঘি দেশপ্রাণ বিদ্যাপীঠ 
কানাইদীঘি দেশপ্রাণ বিদ্যাপীঠ 
advertisement

কাঁথি তিন ব্লকের কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্র অয়ন বেরা। বয়স মাত্র পনেরো বছর। নবম শ্রেণির এই ছাত্র পড়াশোনায় ছিল মনোযোগী, ভদ্র ব্যবহারে জিতেছিল সবার মন। পাশের বাড়ির এক বোনের জন্মদিন উপলক্ষে বাড়ি সাজানোর কাজে সেও যোগ দেয়। তখনই ঘটে দুর্ঘটনা। লাইট লাগানোর সময় আচমকাই বিদ্যুৎ তারে হাত পড়ে যায়। মুহূর্তের মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ওই কিশোর।

advertisement

আরও পড়ুন: মাটির দেওয়াল চাপা পড়ে ঘুমের মধ্যেই দুই নাবালিকা মেয়ে সহ মায়ের মৃ*ত্যু

পরিবার ও প্রতিবেশীরা তড়িঘড়ি অয়নকে কাঁথি মহাকুমা হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। চিকিৎসকেরা ওই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন। মুহূর্তে কান্নায় ভেঙে পড়েন সবাই। অয়নের দাদু চণ্ডীচরণ বেরা নাতিকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

View More

আরও পড়ুন: তৃতীয় স্ত্রী’র সঙ্গে লাগাতার অশান্তির জের, এ কী করলেন স্বামী! তোলপাড় পড়ে গেল

advertisement

কৃতী ছাত্রকে হারিয়ে শোকস্তব্ধ কানাইদিঘি দেশপ্রাণ বিদ্যাপীঠের শিক্ষকরাও। প্রধান শিক্ষক দিলীপ বেরা বলেন, অয়ন ভদ্র, মেধাবী ও সক্রিয় ছাত্র ছিল। তার আকস্মিক মৃত্যুতে আমরা সবাই গভীরভাবে শোকাহত ও ব্যথিত। আনন্দের দিন এভাবে শোকে বদলে যাবে কেউ ভাবেননি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পাশের বাড়ির বোনের জন্মদিনে আনন্দ করতে গিয়ে জীবনটাই শেষ হয়ে গেল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল