এবারের লোকসভা নির্বাচনে হাওড়া সদর আসনটিতে ত্রিমুখী হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু এদিন গণনার শুরু থেকেই বাকি বিরোধীদের পিছনে ফেলে ক্রমশই এগিয়ে যেতে থাকেন বিদায়ী সাংসদ তথা তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এদিন ৩০ হাজার ভোটে এই প্রাক্তন জাতীয় ফুটবলার এগিয়ে যেতেই উচ্ছ্বাসে মেতে ওঠেন গণনা কেন্দ্রের বাইরে উপস্থিত তৃণমূল কর্মী সমর্থকরা। সবুজ আবিরের রঙিন হয়ে যায় চারিপাশ। প্রসঙ্গে ডিজে বাজিয়ে নাচতে দেখা যায় মহিলা সমর্থকদের।
advertisement
আরও পড়ুন: মাড় ভাত খেয়ে গণনা কেন্দ্রে, পুরুলিয়ায় কুড়মিদের একের পর এক চমক
১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস গঠিত হওয়ার পর হাওড়াতে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছিল তৃণমূল। এরপর মাঝে ১৯৯৯ এবং ২০০৪ সালে সেখানে বাম প্রার্থী জয়ী হলেও ২০০৯ থেকে টানা চারটি লোকসভা ভোটে সেখানে তৃণমূলের জয়জয়কার। তার মধ্যে তিনবার প্রতিপক্ষকে ‘গোল’ দিয়েছিলেন প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়। চতুর্থবারও কি তিনি সংসদে যাবেন? আজকের ভোট গণনার ফলাফল শেষে সেই উত্তর পাওয়া যাবে। তবে আপাতত যা ইঙ্গিত তাতে প্রসূনের জয়ের রথ মসৃণ গতিতেই এগিয়ে চলেছে।
ইতিমধ্যেই গণনা কেন্দ্রের বাইরে তৃণমূল সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। এসে হাজির হয়েছে ব্যান্ড পার্টি উঠেছেন। দেদার উড়ছে সবুজ আবির। এই বিষয়ে হাওড়া সদর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র জানান, এবার দেড় লক্ষেরও বেশি ভোটে জয়ী হবেন প্রসূন।
রাকেশ মাইতি