এই বয়সেও ঠিক ১৮’র মনোবল নিয়ে হুগলি জেলার সুদূর সিঙ্গুর থানার প্রত্যন্ত গ্রাম বেলেঘাটা থেকে হাওড়ায় এসে যোগ দিয়েছেন ছয় দিনব্যাপী ব্রতচারী শিবিরে। দীর্ঘদিন তিনি ব্রতচারী আন্দোলনের সঙ্গে যুক্ত। দেশের বিভিন্ন প্রান্ত এবং একাধিক দেশ ঘুরেছেন। এবার হাওড়ার মুন্সিরহাট ব্রাহ্মণপাড়া চিন্তামণি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত শিবিরে যোহ দিয়েছেন ৮৬ র মদনমোহন মান্না।
advertisement
আরও পড়ুন : জাতীয় সড়কের পাশে ব্যবসা করে বড়লোক হওয়ার ইচ্ছা? যা হচ্ছে, না জেনে রাখলে পুরো ইনভেস্টমেন্ট জলে যাবে
তিনি ১৯৮০ সালে ব্রতচারী আন্দোলনে যোগ দিয়ে প্রথমবার দেশের বাইরে লন্ডন পৌঁছে ছিলেন। এরপর রোম, তারপর ১৯৮৪ সালে মালয়েশিয়া, থাইল্যান্ড, ব্যাংকক সহ বিভিন্ন দেশে ব্রতচারী প্রচার উদ্দেশ্যে অংশ নিয়েছিলেন। সেই ধারাবাহিকতা আজও ৮৬ বছর বয়সে এসেও থেমে যায়নি। একই ভাবে বজায় রেখেছেন তাঁর গতি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে মদনমোহন মান্না জানান, তিনি সেকাল থেকে একাল একইভাবে চালিয়ে যাচ্ছেন। ব্রতচারী প্রচারের সঙ্গে ৬৬ বছর যুক্ত রয়েছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি এভাবেই আন্দোলন ও শিবিরে যোগ দিয়ে যেতে চান বলেই তিনি জানিয়েছেন।