NHAI Notice : জাতীয় সড়কের পাশে ব্যবসা করে বড়লোক হওয়ার ইচ্ছা? যা হচ্ছে, না জেনে রাখলে পুরো ইনভেস্টমেন্ট জলে যাবে
- Published by:Nayan Ghosh
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
National Highway Notice : অবৈধ নির্মাণ সরাতে বিশেষ উদ্যোগী হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিন একাধিক অবৈধ দোকানের হাতে ধরানো হল নোটিশ।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বিভিন্ন রাজ্যের সঙ্গে সড়কপথে যোগাযোগ করেছে জাতীয় সড়ক। কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত এই জাতীয় সড়ক। তবে এই সড়কের পাশে ব্যাঙের ছাতার মত গজিয়ে উঠছে একাধিক দোকান। কোনও অনুমতি ছাড়া এই নির্মাণ করছেন কতিপয় লোকজন। যার ফলে রাস্তায় দাঁড়িয়ে যাচ্ছে ট্রাক কিংবা গাড়ি। যেকোনও সময় ঘটছে দুর্ঘটনা।
তবে এবার সেই অবৈধ নির্মাণ সরাতে বিশেষ উদ্যোগী হয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। এদিন একাধিক অবৈধ দোকানের হাতে ধরানো হল নোটিশ। অবিলম্বে সরিয়ে ফেলতে হবে দোকান। জাতীয় সড়কের ধারে গড়ে ওঠা অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য বিজ্ঞপ্তি জারি করল খড়্গপুর-বালেশ্বর জাতীয় সড়ক কর্তৃপক্ষ। মঙ্গলবার খড়্গপুর থেকে দাঁতনের সোনাকনিয়া পর্যন্ত একাধিক অবৈধ নির্মাণকারীর হাতে ধরানো হল নোটিশ। আগামী সাত দিনের মধ্যে তাদের অবৈধ নির্মাণ সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন : ৪০০ বছরের ঐতিহ্য, আদি গঙ্গার পাড়ে যজ্ঞেশ্বরী কালীপুজো! জঙ্গল নেই, তবুও আজও নির্জন পরিবেশ
advertisement
প্রসঙ্গত, খড়গপুর থেকে বালেশ্বর পর্যন্ত এই ১৬ নং জাতীয় সড়কের ধারে একাধিক অবৈধ নির্মাণ ও দোকান গজিয়ে উঠেছে। আর এতেই বাড়ছে দুর্ঘটনা। দুর্ঘটনা কমাতে একাধিক সিদ্ধান্ত যেমন নেওয়া হয়েছে, তেমনই অবৈধ নির্মাণ উচ্ছেদে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ জানাচ্ছে, জাতীয় সড়কের ধারে সড়কের জমি অধিগ্রহণ করে যারা দোকান তৈরি করেছেন, তাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাঝে মাঝেই এই পদক্ষেপ চলে জাতীয় সড়ক কর্তৃপক্ষের পক্ষ থেকে। নোটিশ জারির সাতদিনের মধ্যে সরিয়ে ফেলতে হবে এই নির্মাণ। জাতীয় সড়ক কর্তৃপক্ষ এদিন জানিয়েছে, খড়্গপুর থেকে দাঁতনের সোনাকোনিয়া পর্যন্ত সম্প্রতি গজিয়ে ওঠা প্রায় ১৪ টি অবৈধ নির্মাণকারীদের হাতে দেওয়া হয় নোটিশ। পথচলতি মানুষদের স্বাচ্ছন্দ্য, দুর্ঘটনা এড়াতে এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে। তবে এই নির্মাণ কবে সরবে, তার দিকে তাকিয়ে সকলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Paschim Medinipur,West Bengal
First Published :
October 15, 2025 7:27 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
NHAI Notice : জাতীয় সড়কের পাশে ব্যবসা করে বড়লোক হওয়ার ইচ্ছা? যা হচ্ছে, না জেনে রাখলে পুরো ইনভেস্টমেন্ট জলে যাবে