TRENDING:

Eid-ul-Fitr 2023| Indian Railways|| ইদে রেলের দুর্দান্ত উপহার, শিয়ালদহ শাখা পেল স্পেশ্যাল ট্রেন

Last Updated:

Eid ul fitr 2023: শিয়ালদহ লালগোলা লাইনে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। হাজার হাজার শ্রমিক ভিন রাজ্যে কর্মরত, তারা সকলেই বাড়ির সদস্যদের সঙ্গে খুশির ঈদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছেন। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদঃ ইদের আগের দিনে মুর্শিদাবাদের বাসিন্দাদের জন্য সুখবর। স্পেশ্যাল ট্রেন ও বগি পেল লালগোলার মানুষ। রাত পোহালেই খুশির ইদ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইদের ছুটিতে ঘরে ফিরছেন মুর্শিদাবাদের মানুষ। সেই জন্যই শিয়ালদহ লালগোলা লাইনে দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। হাজার হাজার শ্রমিক ভীন রাজ্যে কর্মরত, তারা সকলেই বাড়ির সদস্যদের সঙ্গে খুশির ইদের আনন্দ উপভোগ করতে বাড়ি ফিরছেন।
advertisement

একদিকে কাঠফাটা গরম, অন্যদিকে স্টেশনে মানুষের ঢল। ইতিমধ্যেই বহরমপুর-সহ লালগোলা শাখার বিভিন্ন ষ্টেশনে ব্যস্ততার ছবি। শনিবার ২২ এপ্রিলই পালন হবে খুশির ইদ। তার আগে তড়িঘড়ি ঘরে ফিরছেন সকলে। ইদের কথা মাথায় রেখেই শিয়ালদহ-লালগোলা শাখায় ইদ স্পেশ্যাল মেমু ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ের পূর্ব শাখা।

advertisement

আরও পড়ুনঃ ৪৪ ডিগ্রি তাপমাত্রা কমবে নিমেষে! তুমুল বৃষ্টিতে ভাসবে ৮ জেলা, আবহাওয়ার মেগা আপডেট

ইদ স্পেশ্যাল এই অতিরিক্ত ট্রেন শিয়ালদহ থেকে ২১ এপ্রিল শুক্রবার ও ২২ এপ্রিল শনিবার ছাড়বে রাত ৯ঃ৩৮ মিনিটে। রাত ১১ঃ০৭ মিনিটে রানাঘাট ও ১১ঃ৫৫ মিনিটে কৃষ্ণনগর হয়ে বহরমপুরে পৌঁছবে রাত ১ঃ৩৫ মিনিটে। শেষ স্টেশন কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ঃ৩৫ মিনিটে। ইদের কথা মাথায় রেখেই যাত্রীদের চাপ খানিকটা সামাল দেবার জন্য ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত শিয়ালদহ–লালগোলা রেলরুটের মেমু ট্রেনগুলিতে একটি করে কোচ সংখ্যাও বাড়ানো হবে। আর খুশির ঈদের আগে বাড়ি ফিরতে পেরে খুশি সাধারণ মানুষ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

কৌশিক অধিকারী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Eid-ul-Fitr 2023| Indian Railways|| ইদে রেলের দুর্দান্ত উপহার, শিয়ালদহ শাখা পেল স্পেশ্যাল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল