একদিকে কাঠফাটা গরম, অন্যদিকে স্টেশনে মানুষের ঢল। ইতিমধ্যেই বহরমপুর-সহ লালগোলা শাখার বিভিন্ন ষ্টেশনে ব্যস্ততার ছবি। শনিবার ২২ এপ্রিলই পালন হবে খুশির ইদ। তার আগে তড়িঘড়ি ঘরে ফিরছেন সকলে। ইদের কথা মাথায় রেখেই শিয়ালদহ-লালগোলা শাখায় ইদ স্পেশ্যাল মেমু ট্রেন চালানো সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ের পূর্ব শাখা।
advertisement
আরও পড়ুনঃ ৪৪ ডিগ্রি তাপমাত্রা কমবে নিমেষে! তুমুল বৃষ্টিতে ভাসবে ৮ জেলা, আবহাওয়ার মেগা আপডেট
ইদ স্পেশ্যাল এই অতিরিক্ত ট্রেন শিয়ালদহ থেকে ২১ এপ্রিল শুক্রবার ও ২২ এপ্রিল শনিবার ছাড়বে রাত ৯ঃ৩৮ মিনিটে। রাত ১১ঃ০৭ মিনিটে রানাঘাট ও ১১ঃ৫৫ মিনিটে কৃষ্ণনগর হয়ে বহরমপুরে পৌঁছবে রাত ১ঃ৩৫ মিনিটে। শেষ স্টেশন কৃষ্ণপুরে পৌঁছবে রাত ২ঃ৩৫ মিনিটে। ইদের কথা মাথায় রেখেই যাত্রীদের চাপ খানিকটা সামাল দেবার জন্য ২০ এপ্রিল থেকে ২৪ এপ্রিল পর্যন্ত শিয়ালদহ–লালগোলা রেলরুটের মেমু ট্রেনগুলিতে একটি করে কোচ সংখ্যাও বাড়ানো হবে। আর খুশির ঈদের আগে বাড়ি ফিরতে পেরে খুশি সাধারণ মানুষ ।
কৌশিক অধিকারী