TRENDING:

East Medinipur News: হাঁসুতি ঘাস, ছোট্ট কুটির...‘কামারপুকুর’ উঠে এল এগরায়! পুজোয় বড় চমক দিচ্ছে এই ক্লাব

Last Updated:

হাঁসুতি ঘাস আর তুলির ছোঁয়ায় এগরায় কামারপুকুর! পাঞ্চজন্য ক্লাবের থিমে মুগ্ধ শহরবাসী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, মদন মাইতি: পুজো মানেই শুধু আনন্দ আর উৎসব নয়, কখনও কখনও তা হয়ে ওঠে ইতিহাস, ঐতিহ্য আর ভালবাসার প্রতি শ্রদ্ধার্ঘ্য। এবারের পুজোয় সেই ভালবাসাই ফুটিয়ে তুলছে পূর্ব মেদিনীপুরের এগরা শহরের ক্লাব ‘পাঞ্চজন্য’। তাদের তৃতীয় বর্ষের এই উদ্যোগ এক কথায় অসাধারণ। শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মস্থান, কামারপুকুরকে তারা মণ্ডপের মূল ভাবনা হিসেবে বেছে নিয়েছেন।
advertisement

এই মণ্ডপে আপনি কামারপুকুরের প্রতিটি স্মৃতিচিহ্ন, প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান দেখতে পাবেন। হাঁসুতি ঘাস আর রং-তুলির সুনিপুণ ছোঁয়ায় ফুটিয়ে তোলা হবে শ্রী রামকৃষ্ণ এবং মা সারদার জীবনের বিভিন্ন মুহূর্ত। এই মণ্ডপের অন্দরমহলে প্রবেশ করলে আপনি বুঝতেই পারবেন না যে আপনি এগরা শহরে আছেন, নাকি রামকৃষ্ণ জন্মস্থান কামারপুকুরে।

আরও পড়ুন: ATM-এ টাকা তোলার পর ২ বার Cancel বাটন চাপলে কী হয় জানেন? এতে কি সত‍্যিই আটকানো যায় পিন চুরি? ৯৯% লোকজনই ভুল জানেন

advertisement

কামারপুকুরের সেই শান্ত, পবিত্র পরিবেশ আর রামকৃষ্ণ পরমহংসদেবের স্মৃতি বিজড়িত স্থানগুলো এবার এগরা শহরে জীবন্ত হয়ে উঠবে। ক্লাব পাঞ্চজন্যর শিল্পীরা অত্যন্ত যত্ন সহকারে এই মণ্ডপটি তৈরি করছেন। মণ্ডপ তৈরিতে ব্যবহৃত হচ্ছে হাঁসুতি ঘাস, যা কামারপুকুরের গ্রাম্য পরিবেশ সৃষ্টিতে মণ্ডপে ছাউনিতে ব্যবহৃত হবে।

View More

এছাড়াও, রং-তুলির সাহায্যে ফুটিয়ে তোলা হবে শ্রী রামকৃষ্ণের জন্মস্থান, তার সাধন কুটির, এবং মা সারদার সঙ্গে তার জীবনের নানান ঘটনা। এই মণ্ডপটি এমনভাবে তৈরি করা হচ্ছে যেন প্রতিটি দর্শনার্থী কামারপুকুরের মাটির গন্ধ অনুভব করতে পারেন। মণ্ডপের প্রতিটি কোণায় থাকবে রামকৃষ্ণ পরমহংস এবং মা সারদার জীবন ও আদর্শের ছোঁয়া, যা পুজো দেখতে আসা মানুষদের মনে এক নতুন আধ্যাত্মিক ভাবনার সঞ্চার করবে।

advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি! উপরাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম ঘোষণা ইন্ডিয়া জোটের

এগরা শহরের এই ক্লাবটি তাদের তৃতীয় বর্ষের পুজোর জন্য ইতিমধ্যেই জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে। তাদের এবারের থিম, ‘কামারপুকুর’, স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। এটি শুধুমাত্র একটি মণ্ডপ নয়, বরং এটি একটি শিল্পকর্ম যা একটি পবিত্র স্থানকে শহরের বুকে তুলে ধরবে।

advertisement

ক্লাব সদস্যরা দিনরাত এক করে কাজ করছেন যাতে পুজো শুরুর আগেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়। এই ধরনের থিম পূজার মাধ্যমে তারা শুধু দর্শকদের আনন্দই দিচ্ছেন না, বরং শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন এবং তার আদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরছেন। এটি একটি ব্যতিক্রমী উদ্যোগ যা পুজোর ঐতিহ্যকে আধুনিকতার সঙ্গে মিশিয়ে এক নতুন মাত্রা যোগ করছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! ব্যাট-বলের লড়াই দেখতে জনসমুদ্র
আরও দেখুন

এবারের পুজোয় পাঞ্চজন্য ক্লাবের এই প্রয়াসটি সত্যিই প্রশংসার যোগ্য। যারা পুজোর ভিড়ে কামারপুকুর যেতে পারেননি, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। এগরা শহরের মাঝে কামারপুকুরের এই প্রতিরূপ শুধু একটি মণ্ডপ নয়, এটি ভক্তি আর শিল্পের এক অনন্য মেলবন্ধন।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: হাঁসুতি ঘাস, ছোট্ট কুটির...‘কামারপুকুর’ উঠে এল এগরায়! পুজোয় বড় চমক দিচ্ছে এই ক্লাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল