Vice President: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি! উপরাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম ঘোষণা ইন্ডিয়া জোটের
- Reported by:Maitreyee Bhattacharjee
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
কে হবেন জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি? উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনীতি।
নয়াদিল্লি: কে হবেন জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি? উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনীতি। এনডিএ-র পর এবার উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করল ইন্ডিয়া জোট। উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করল কংগ্রেস, তৃণমূল-সহ সমস্ত বিরোধী দল।
মঙ্গলবার বিরোধী কংগ্রেসের সভাপতি তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে পৌঁছোলেন তৃণমূল-সহ অন্যান্য বিরোধী দলের নেতারা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন এবং শতাব্দী রায়। উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক করে ইন্ডিয়া জোট।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত রবিবার উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঘোষণা করে বিজেপি জোট এনডিএ। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং রাজ্যসভার দলনেতা জেপি নাড্ডা মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে, আগামী ২১ অগাস্ট নমিনেশন জমা দেবেন বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডি। আগামীকাল, বুধবার বেলা ১টায় সেন্ট্রাল হলে সমস্ত বিরোধী দলের সাংসদরা একত্রিত হবেন। ইন্ডিয়া জোটে না থাকলেও উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বি সুদর্শন রেড্ডিকে সমর্থন আম আদমি পার্টিরও। সূত্রের খবর, উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থীর নমিনেশনের দিন উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 19, 2025 1:27 PM IST







