Vice President: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি! উপরাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম ঘোষণা ইন্ডিয়া জোটের

Last Updated:

কে হবেন জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি? উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনীতি।

উপরাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম জানিয়ে দিল ইন্ডিয়া জোট! ডেরেককে পাশে বসিয়েই বড় ঘোষণা খাড়্গের, ধনখড়ের উত্তরসূরী পদে দ্বিতীয় নামটি কার?
উপরাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম জানিয়ে দিল ইন্ডিয়া জোট! ডেরেককে পাশে বসিয়েই বড় ঘোষণা খাড়্গের, ধনখড়ের উত্তরসূরী পদে দ্বিতীয় নামটি কার?
নয়াদিল্লি: কে হবেন জগদীপ ধনখড়ের উপরাষ্ট্রপতি? উপরাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সরগরম দেশের রাজনীতি। এনডিএ-র পর এবার উপরাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করল ইন্ডিয়া জোট। উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডির নাম ঘোষণা করল কংগ্রেস, তৃণমূল-সহ সমস্ত বিরোধী দল।
মঙ্গলবার বিরোধী কংগ্রেসের সভাপতি তথা বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়্গের বাসভবনে পৌঁছোলেন তৃণমূল-সহ অন‍্যান‍্য বিরোধী দলের নেতারা। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডেরেক ও ব্রায়েন এবং শতাব্দী রায়। উপরাষ্ট্রপতি প্রার্থী নির্বাচনে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক করে ইন্ডিয়া জোট।
advertisement
advertisement
প্রসঙ্গত, গত রবিবার উপরাষ্ট্রপতি পদের প্রার্থী ঘোষণা করে বিজেপি জোট এনডিএ। বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠকের পর বিজেপির সর্বভারতীয় সভাপতি এবং রাজ‍্যসভার দলনেতা জেপি নাড্ডা মহারাষ্ট্রের রাজ‍্যপাল সিপি রাধাকৃষ্ণণকে উপরাষ্ট্রপতি পদের প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
advertisement
জানা গিয়েছে, আগামী ২১ অগাস্ট নমিনেশন জমা দেবেন বিরোধীদের উপরাষ্ট্রপতি প্রার্থী বি সুদর্শন রেড্ডি। আগামীকাল, বুধবার বেলা ১টায় সেন্ট্রাল হলে সমস্ত বিরোধী দলের সাংসদরা একত্রিত হবেন। ইন্ডিয়া জোটে না থাকলেও উপরাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বি সুদর্শন রেড্ডিকে সমর্থন আম আদমি পার্টিরও। সূত্রের খবর, উপরাষ্ট্রপতি পদে ইন্ডিয়া জোটের প্রার্থীর নমিনেশনের দিন উপস্থিত থাকতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Vice President: সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডি! উপরাষ্ট্রপতি পদের প্রার্থীর নাম ঘোষণা ইন্ডিয়া জোটের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement