Kolkata Metro: ভোগান্তি শেষ...! এবার এক টিকিটেই বিমানবন্দর, এয়ারপোর্ট থেকে শিয়ালদহ-হাওড়ার মেট্রো ভাড়া কত হল? চোখ বুলিয়ে নিন একনজরে

Last Updated:

Kolkata Metro: দেশের বৃহত্তম মেট্রো স্টেশনে এবার বিরাট সুবিধা। এবার এক টিকিটেই মেট্রো পথে যেমন বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে। আপাতত কোথায় কোথায় যেতে পারবেন একবার চোখ বুলিয়ে নিন।

News18
News18
কলকাতা: দেশের বৃহত্তম মেট্রো স্টেশনে এবার বিরাট সুবিধা। বিমানবন্দর মেট্রো চালু হচ্ছে। এবার এক টিকিটেই মেট্রো পথে যেমন বিমানবন্দরে পৌঁছে যাওয়া যাবে। ঠিক তেমনই বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে সহজেই শহরের নানা প্রান্তে চলে যাওয়া যাবে। তবে বিমানবন্দর টার্মিনাল স্টেশন হওয়ায় ব্লু, গ্রীন, ইয়েলো, অরেঞ্জ ও পিংক লাইন সবাইকে আগামীদিনে যুক্ত করবে নানা ভাবে।
সরাসরি বিমানবন্দর মেট্রো স্টেশন থেকে ইয়েলো ও অরেঞ্জ লাইন যুক্ত হচ্ছে। তবে অরেঞ্জ লাইনে এখনও মেট্রো পরিষেবা যুক্ত হয়নি। ফলে যাবতীয় যাতায়াত ইয়েলো লাইন দিয়েই করতে হবে। বিমানবন্দর থেকে মেট্রো চেপে চলে যেতে হবে নোয়াপাড়া। সেখান থেকে একদিকে নোয়াপাড়া মেট্রো স্টেশনে, অন্যদিকে যাওয়া যাবে টালিগঞ্জ হয়ে কবি সুভাষ।
advertisement
advertisement
বর্তমানে ব্লু লাইনে কবি সুভাষ বন্ধ। যাতায়াত হবে শহীদ ক্ষুদিরাম অবধি। আবার ব্লু লাইনে ধর্মতলায় নেমে, লাইন বদল করে একদিকে হাওড়া স্টেশন। অন্যদিকে শিয়ালদহ হয়ে সেক্টর ফাইভ চলে আসা যাবে। আর সবটাই হবে এক টিকিটে। নতুন রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা এবং সর্বাধিক ভাড়া ৭০ টাকা ঠিক করা হয়েছে।
advertisement
বিমানবন্দর-যশোর রোড: ৫ টাকা, বিমানবন্দর-দমদম ক্যান্টনমেন্ট: ১০ টাকা, বিমানবন্দর-নোয়াপাড়া: ২০ টাকা, বিমানবন্দর-চাঁদনিচক বা এসপ্ল্যানেড: ৪০ টাকা, বিমানবন্দর-কবি সুভাষ: ৪৫ টাকা, বিমানবন্দর- রুবি (হেমন্ত মুখোপাধ্যায়): ৬৫ টাকা বিমানবন্দর-হাওড়া: ৫০ টাকা, বিমানবন্দর-সেক্টর-৫ বা করুণাময়ী: ৭০ টাকা, কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন হতে চলেছে এশিয়ার অন্যতম বৃহৎ ভূগর্ভস্থ মেট্রো স্টেশন। বিমানবন্দরের পাশে হওয়ায় যাত্রীদের যাতায়াত অনেক সহজ হবে।
advertisement
মুম্বই, দিল্লি, লখনউ ও চেন্নাইয়ের পর কলকাতা হল ভারতের পঞ্চম শহর, যেখানে বিমানবন্দরের সঙ্গে সরাসরি মেট্রো পরিষেবা যুক্ত হচ্ছে।এই নতুন পরিষেবা চালু হলে বিমানবন্দরে পৌঁছনো থেকে শুরু করে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাতায়াত অনেক দ্রুত ও আরামদায়ক হবে। যারা দীর্ঘ দূরত্বের ট্রেনে আসেন বা বিমান ধরতে চান, তাদের জন্যও এই মেট্রো একটি বড় স্বস্তির খবর। এয়ারপোর্ট থেকে শিয়ালদা যেতে খরচ হবে সর্বাধিক ৫০ টাকা আর রুবি পর্যন্ত গেলে দিতে হবে ৬৫ টাকা।
বাংলা খবর/ খবর/কলকাতা/
Kolkata Metro: ভোগান্তি শেষ...! এবার এক টিকিটেই বিমানবন্দর, এয়ারপোর্ট থেকে শিয়ালদহ-হাওড়ার মেট্রো ভাড়া কত হল? চোখ বুলিয়ে নিন একনজরে
Next Article
advertisement
Durga Puja 2025: দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
দুর্গা পুজোর ভিড়ে নজরদারি করতে শিয়ালদহ ডিভিশনে চালু ওয়ার রুম!
  • দূর্গাপুজো উপলক্ষে যাত্রীদের ব্যাপক ভিড়ের ঠিক আগে যাত্রী সুরক্ষা ও নিরাপত্তা আরও শক্তিশালী করার লক্ষ্যে শিয়ালদহ বিভাগ এই বিশেষ ‘ওয়ার রুম’-এর প্রাথমিক ধাপ সফলভাবে চালু করেছে। এই পদক্ষেপ শিয়ালদহ বিভাগের দৃঢ় প্রতিশ্রুতি প্রকাশ করছে যাতে উৎসবের সময় প্রতিটি যাত্রীর যাত্রা হয় সুরক্ষিত ও নির্বিঘ্ন।

VIEW MORE
advertisement
advertisement