পূর্ব বর্ধমানের কয়েক হাজার মানুষ কাটোয়া মহকুমা হাসপাতালের উপর নির্ভরশীল। এছাড়াও মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম থেকেও অনেকেই এই হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। কিন্তু মুমূর্ষু রোগী হাসপাতালে ভরতি হলেই উন্নত পরিকাঠামোর অভাবে রেফার করতে বাধ্য হতেন চিকিৎসকরা। দেরি হওয়ায় অনেকসময়ে প্রাণ হারাতেন রোগীরা। বিস্তর ক্ষোভও জমছিল রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে। এই সমস্যা মেটাতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে কাটোয়া মহকুমা হাসপাতালে চালু হয়েছে উন্নত এইচডিইউ বা হাই ডিপেনডেন্সি ইউনিট। এখন মরণাপন্ন রোগীর চিকিৎসা হচ্ছে এখানেই।
advertisement
উন্নত এইচডিইউ পরিষেবা
----------------------
- কাটোয়া মহকুমা হাসপাতালে ২৩৫ বেড
- চালু হয়েছে ১২ বেডের এইচডিইউ
- স্বাস্থ্য দফতরের অনুমতিতে চালু
- ১ কোটি ৪০ লক্ষ টাকা খরচে তৈরি
আধুনিক স্বাস্থ্য পরিষেবা পেতে আর হয়রানি হচ্ছে না। এছাড়াও শিশুদের জন্য এসএনসিইউ চালু হয়েছে ইতিমধ্যেই। আগামী কয়েকমাসের মধ্যে হাসপাতালে চালু হচ্ছে ডায়ালিসিস ইউনিটও।
আরও পড়ুন: স্টেট ব্যাঙ্ক নিয়ে এল বড়সড় বদল ! পাল্টে যাচ্ছে টাকা লেনদেনের নিয়ম
কাটোয়া মহকুমা হাসপাতালে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ায় খুশি রোগী ও তাঁদের পরিজনেরা।
আরও পড়ুন: ফের ব্রিজ বির্পযয়, দেখুন কীভাবে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু
মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার সরকারি হাসপাতালের চেহারা বদলেছে। চিকিৎসা পরিষেবাও হয়েছে উন্নত। কাটোয়া মহকুমা হাসপাতালও তার বাইরে নয়। আধুনিক চিকিৎসায় সুস্থ হচ্ছেন কাটোয়া ও সংলগ্ন এলাকার মানুষেরা।