লোকসভা ভোটে তৃণমূলের অস্ত্র সোশ্যাল মিডিয়া, বিজেপির সাইটে ঢুকে হিন্দিতে জবাব দিতে হবে, নির্দেশ তৃণমূলনেত্রীর

Last Updated:
#কলকাতা: ২০১৯-এর যুদ্ধে বিনা লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়া যাবে না। তা সে সোশ্যাল মিডিয়া হলেও। লোকসভা ভোটের আগে তাই সোশ্যাল মিডিয়া সেলে বাড়তি জোর তৃণমূলের। প্রতিটি বিধানসভা কেন্দ্রে দলের সোশ্যাল মিডিয়া সেলের ১০০ জন সদস্য কাজ করবেন। তাঁদের প্রত‍্যেকের টার্গেট থাকবে, প্রতি মাসে দলে নতুন তিনজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা। পাশাপাশি নিশানা করা হবে বিজেপিকে। ফেক নিউজের জবাব দিতে হবে। জবাব হবে হিন্দিতে। নির্দেশ তৃণমূলনেত্রীর।
২০১৪ সালে দেশ জুড়ে প্রচারে ঝড় তুলে ক্ষমতায় আসেন নরেন্দ্র মোদি। তাঁর অন্যতম অস্ত্র ছিল সোশ্যাল মিডিয়া। ২০১৯ এর আগেও তারা তেড়েফুঁড়ে মোদির হয়ে ময়দানে। সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে এবার কোমর বেঁধে নামছে তৃণমূলও। সোমবার নজরুল মঞ্চে দলের সোশ্যাল মিডিয়া সেলের সমাবেশে তৃণমূলনেত্রী বার্তা দেন, সোশ্যাল মিডিয়া সেলের কর্মীরা ফেক নিউজের জবাব দেবেন ৷ প্রয়োজনে পুলিশকে জানাবেন ৷ তৃণমূল শীর্ষ নেতৃত্ব চায়, প্রয়োজনে বিজেপির সাইটে ঢুকে তথ্য-পরিসংখ‍্যান তুলে ধরে জবাব দেবে দলের সোশ্যাল মিডিয়া সেল ৷ মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের নির্দেশ, জবাব দিতে হবে হিন্দিতে।
advertisement
advertisement
সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে তৃণমূল চাইছে নবীন প্রজন্মের কাছে পৌঁছতে। দলের সদস্য সংখ‍্যা বাড়াতে। এদিনের সমাবেশে অভিষেক বন্দ‍্যোপাধ‍্যায় জানান, প্রতিটি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের ১০০ জন করে সদস্য কাজ করবেন। তাঁদের প্রত‍্যেকের টার্গেট থাকবে, প্রতি মাসে দলে নতুন তিনজনকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা ৷
advertisement
এর পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় ইস‍্যু ধরে ধরে চলবে বিজেপি শিবিরকে আক্রমণ। সামনে লোকসভা ভোট। মোদি সরকারকে উৎখাত করতে মরিয়া তৃণমূল। দু'দলের হাড্ডাহাড্ডি লড়াই এবার সোশাল মিডিয়াতেও।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
লোকসভা ভোটে তৃণমূলের অস্ত্র সোশ্যাল মিডিয়া, বিজেপির সাইটে ঢুকে হিন্দিতে জবাব দিতে হবে, নির্দেশ তৃণমূলনেত্রীর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement