এদিকে, কিছু সংখ্যক কেন্দ্রীয় বাহিনী বাড়ানো হল রথীন ঘোষের বাড়ির সামনে। খাদ্যমন্ত্রীর বাড়ির সামনে তাঁর অনুগামী যারা জড়ো হয়েছিলেন, তাঁদের সরে যেতে অনুরোধ করেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথার কাছে আরও একটি ব্যাংকে যান ইডি আধিকারিকরা। ইডি খাদ্যমন্ত্রীর বাড়িতে হানা দেওয়ার সাড়ে ১১ ঘণ্টা পর রথীন ঘোষের পরিচারিকাকে বাড়ি থেকে বেরোতে দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: সিকিমের ব্যাঙ্কে চাকরি, ভেসে গেল হড়পা বানে! বাঙালি যুবকের দেহ শিলিগুড়ির নদীতে!
ইডির হানা প্রসঙ্গে রথীন সংবাদমাধ্যমে বলেন, ‘‘এর আগেও তো বিভিন্ন জায়গায় হানা দিয়েছে। কিন্তু কিছু তো পাওয়া যায়নি। মঙ্গলবারের প্রতিক্রিয়া আজ পাওয়া যাচ্ছে। রাজভবন অভিযান অভিযানের মতোই চলবে।’’
আরও পড়ুন: ৯ অক্টোবর ইডির কাছে হাজিরা দিতে হবে না অভিষেককে, বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের
অন্যদিকে, খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়ি ছাড়াও বরাহনগর, সল্টলেক-সহ মোট ১২ জায়গায় তল্লাশি চালানো হয় বলে সূত্রের খবর৷ সেই তালিকায় রয়েছে রথীন অনুগামীদের বাড়িও৷ নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত অয়ন শীলের অফিসে তল্লাশি চালানোর সময়েই ইডির হাতে আসে পুর দুর্নীতি সংক্রান্ত নথিপত্র৷ তার পরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এ নিয়ে তদন্ত শুরু করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট৷ সেই তদন্তের খাতিরেই তল্লাশি চলছে আজ৷