TRENDING:

Gutka and Cigarette: রাস্তায় দেদার গুটকা, সিগারেট, তারপর যা যা হল, চমকে যাবেন, এখুনি সাবধান হন

Last Updated:

Gutka and Cigarette: গুটকা খাচ্ছেন বা ধূমপান করছেন, বড় বিপদ সাবধান হয়ে যান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝাড়গ্রাম : জনবহুল এলাকায় বা বাজারে সকলের সামনে গুটকা খাচ্ছেন বা ধূমপান করছেন এখনই সতর্ক হয়ে যান। না হলে মোটা অঙ্কের জরিমানা দিতে হবে। তামাক বিরোধী আইনের মাধ্যমে জনবহুল এলাকায় যে সমস্ত মানুষজন গুটকা খাচ্ছিল এবং যারা ধূমপান করছিল তাদেরকে পাকড়াও করে মোটা অঙ্কের জরিমানা করে ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখা।
advertisement

ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখা প্রতিনিয়ত ঝাড়গ্রাম শহরের জনবহুল এলাকা গুলিতে গুটকা ও ধূমপানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। যে সমস্ত দোকানগুলি খোলা অবস্থায় গুটকা বিক্রি করছে তাদের কেউ জরিমানা করছে ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখা। ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়, সুভাষ পার্ক চত্বর, কোর্ট রোড, জুবলি মার্কেট, ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালান হয়।

advertisement

আরও পড়ুন – Trekking Tour: ‘সবুজ পাহাড় ডাকে, আয় রে ছুটে আয়’- ক্রিসমাসের ছুটিতে পাহাড়, ঝরনা, অরণ্য তিনের চমকে ঘেরা জায়গা, ঘরের কাছেই ডেস্টিনেশন

অভিযানের দরুন যে সমস্ত মানুষজন সকলের সামনে গুটকা খাচ্ছিল তাদেরকে জরিমানা করা হয়। যারা গিয়েছে, ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয় বহু মানুষকে। বেশ কয়েকটি দোকানদার কেউ জরিমানা করা হয়।

advertisement

View More

কেবলমাত্র জরিমানা নয় সাধারণ মানুষকে ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখার আধিকারিক সানি গঙ্গোপাধ্যায় সচেতন করেন যে জনবহুল এলাকায় তামাক জাতীয় দ্রব্য সেবন করলে তার ক্ষতির পাশাপাশি তার পাশে থাকা সাধারণ মানুষেরও ক্ষতি হয়। তাই কোনও মতেই জনবহুল এলাকায় তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না তা আইনত অপরাধ।

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

Buddhadev Bera

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Gutka and Cigarette: রাস্তায় দেদার গুটকা, সিগারেট, তারপর যা যা হল, চমকে যাবেন, এখুনি সাবধান হন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল