ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখা প্রতিনিয়ত ঝাড়গ্রাম শহরের জনবহুল এলাকা গুলিতে গুটকা ও ধূমপানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। যে সমস্ত দোকানগুলি খোলা অবস্থায় গুটকা বিক্রি করছে তাদের কেউ জরিমানা করছে ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখা। ঝাড়গ্রাম শহরের পাঁচ মাথার মোড়, সুভাষ পার্ক চত্বর, কোর্ট রোড, জুবলি মার্কেট, ঝাড়গ্রাম গভমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতাল সংলগ্ন এলাকা সহ বিভিন্ন জায়গায় অভিযান চালান হয়।
advertisement
অভিযানের দরুন যে সমস্ত মানুষজন সকলের সামনে গুটকা খাচ্ছিল তাদেরকে জরিমানা করা হয়। যারা গিয়েছে, ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত জরিমানা করা হয় বহু মানুষকে। বেশ কয়েকটি দোকানদার কেউ জরিমানা করা হয়।
কেবলমাত্র জরিমানা নয় সাধারণ মানুষকে ঝাড়গ্রাম জেলা তামাক নিয়ন্ত্রণ শাখার আধিকারিক সানি গঙ্গোপাধ্যায় সচেতন করেন যে জনবহুল এলাকায় তামাক জাতীয় দ্রব্য সেবন করলে তার ক্ষতির পাশাপাশি তার পাশে থাকা সাধারণ মানুষেরও ক্ষতি হয়। তাই কোনও মতেই জনবহুল এলাকায় তামাকজাত দ্রব্য সেবন করা যাবে না তা আইনত অপরাধ।
Buddhadev Bera