TRENDING:

Smokeless Oven: রান্না হবে উনুনেই, ধোঁয়ার ঝামেলা ছাড়াই! ৬০০ পরিবার পাচ্ছে ধোঁয়াবিহীন উনুন

Last Updated:

বাতাসের গুণগাত মান ঠিক রাখতে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে বারুইপুর পশ্চিম বিধানসভায় ধোঁয়াবিহীন উনুন দেওয়া হল ১০টি পঞ্চায়েতের প্রায় ৬০০ পরিবারকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: বাতাসের গুণগাত মান ঠিক রাখতে পরিবেশ দূষণ থেকে রক্ষা পেতে বারুইপুর পশ্চিম বিধানসভায় ধোঁয়াবিহীন উনুন দেওয়া হল ১০টি পঞ্চায়েতের প্রায় ৬০০ পরিবারকে। এই ধোঁয়াবিহীন চুলাতে ৫ থেকে ৬ জনের রান্না হবে।
advertisement

এই উনুন দু’টি স্তর আছে। জ্বালানীর পরিবর্তন আনতেই এমন চিন্তাভাবনা। এতে ৭০ শতাংশ তাপ বাড়বে। মহিলাদের স্বাস্থ্য নিরাপদ থাকবে। তার পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে বাড়িতে ব্যবহার করার পাশাপাশি ফুটপাতের অনেক দোকানদারই ওভেন ব্যবহার করতে নারাজ । তারা কাঠ কয়লার উনুন ব্যবহার করছে ৷ সেক্ষেত্রে বিকল্প উনুনের সন্ধান করেছে পরিবেশ দফতর।

advertisement

আরও পড়ুন: ঘোরা এবং ফটো শুটের আদর্শ! ছবির মতো সুন্দর এই জায়গা আছে কাছেই? জেনে নিন ঠিকানা

এই উনুনে অতি সামান্য মাত্রায় ধোয়া বের হবে । এতে বিশেষ কোনও সমস্যা হবে না পরিবেশের । রাজ্য পরিবেশ দফতর সূত্রে খবর, ফুটপাত দোকানিদের এই উনুন দেওয়া হবে। কারণ ওই সমস্ত ফুটপাতের দোকানদার গুলি বেশি কয়লার ব্যবহার হয়। দোকানদাররা অত‍্যন্ত উপকৃত হবেন ৷ এর ফলে তারা যে অভিযোগ করছিলেন, গ্যাসের দাম বৃদ্ধির কারণে আগের দেওয়া উনুন ব্যবহার করতে পারছে না, সেই সমস্যারও সমাধান হবে।

advertisement

বারুইপুর পশ্চিম বিধানসভার আগে আসানসোলে এই পরিষেবা দেওয়া হয়েছিল। এরপর কলকাতার বিভিন্ন বস্তি এলাকায় মহিলাদের পাশাপাশি ফুটপাতের দোকানদারদেরও এই উনুন দেওয়া হবে।

মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় এই কাজ চালু হয়েছে। মহিলাদের স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। পরবর্তীকালে রাজ্যের অন্য বিধানসভা এলাকায় এই উনুন প্রদান করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Smokeless Oven: রান্না হবে উনুনেই, ধোঁয়ার ঝামেলা ছাড়াই! ৬০০ পরিবার পাচ্ছে ধোঁয়াবিহীন উনুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল