ভগবানপুর দু'নম্বর পূর্ব মণ্ডলের কমিটিতে অনেকেই জায়গা পায়নি। তাতেই ক্ষুব্ধ বেশ কয়েকজন বিজেপি নেতা কর্মী। ক্ষুব্ধ হয়ে ভগবানপুর বিধানসভার বিধায়ক রবীন্দ্র নাথ মাইতির বিধায়ক কার্যালয়ের সামনে বুধবার জড়ো হন বিজেপির নেতা-কর্মীরা। ক্ষুব্ধরা জড়ো হয়ে তালা লাগিয়ে দেন। তাঁদের অভিযোগ, কমিটিতে অযোগ্য লোকেদের জায়গা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: তেলছাড়া অমলেট বানানোর উপায়, দিতে হবে কোক ও ওরিও! দেখুন ভাইরাল ভিডিও
advertisement
দলের কর্মীদের সঙ্গে আলোচনা না করে মণ্ডল কমিটির নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও বিধায়ক নিজের পছন্দ মতো লোকজনকে কমিটিতে নিয়েছেন। এরই প্রতিবাদে দলের বিধায়ক কার্যালয়ের সামনে তালা লাগিয়ে বিক্ষোভও দেখান বিজেপি কর্মীরা।
আরও পড়ুন: পিএসসি দফতরের সামনে অবস্থান, বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের দাবিতে শোরগোল
কিছুদিন আগেই বিজেপির নতুন মণ্ডল কমিটি নিয়ে পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় তীব্র হল কোন্দল। ক্ষোভপ্রকাশ করে বিজেপি ছাড়েন মেদিনীপুর সাংগঠনিক জেলার ১৫ জন নেতা, কর্মী। বিক্ষুব্ধরা পার্টি অফিসে তালাও মেরে দেন আর এই নিয়ে তীব্র হয় চাপানউতোর।