TRENDING:

School Robbery: শেষমেশ স্কুলে চুরি! কনকনে শীতের রাতে তমলুকের ২টি স্বনামধন্য বিদ্যালয়ে নিশি কুটুম্বের হানা, কম্পিউটারের হার্ডডিক্সও বাদ দিল না

Last Updated:

Tamluk School Robbery: পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বাড়ছে চুরির ঘটনা। এবার একরাতে পরপর দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নিশি কুটুম্বের হানা। কনকনে শীতের রাতকে কাজে লাগিয়ে দু কিলোমিটারের মধ্যে দুটি স্কুলে চুরির ঘটনা ঘটেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক, পূর্ব মেদিনীপুর, সৈকত শী: জেলায় আবারও চুরির ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন প্রান্তে বাড়ছে চুরির ঘটনা। কখনও হলদিয়া, কখনও তমলুক-সহ বিভিন্ন প্রান্তে রাতের অন্ধকারে হানা দিচ্ছে নিশি কুটুম্বের দল। এবার পরপর দুটি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে চোরের হানা। কনকনে শীতের রাতকে কাজে লাগিয়ে দু কিলোমিটার দূরত্বে পরপর দুটি স্কুলে চুরির ঘটনা। নিকাশী মহেশ্বর জিউ উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং দু কিলোমিটার দূরত্বে কুরপাই হাই স্কুলের চুরির ঘটনা ঘটেছে।
advertisement

গভীর রাতে এলাকায় দু’টি চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। তমলুক থানার কাছে প্রথমে ফোন আসে পদমপুর এক গ্রাম পঞ্চায়েত এলাকার কুরপাই হাইস্কুলে চুরির ঘটনার প্রসঙ্গে। ঠিক তার কিছুক্ষণ পর ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই নিকাশি মহেশ্বর জিউ স্কুলের চুরির ঘটনা খবর আসে। কুরপাই ও নিকাশি মহেশ্বর জিউ হাইস্কুলে পৌঁছন তমলুক থানার তদন্তকারী অফিসাররা।

advertisement

আরও পড়ুনঃ গঙ্গাধরপুরে ৩৩ বিঘা জমির উপর জহর নবোদয় বিদ্যালয়ের নতুন ক্যাম্পাস! সবুজে ঘেরা বিস্তীর্ণ এলাকায় ঝকঝকে বিল্ডিং, যোগ হয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণি

প্রাথমিক তদন্তে জানা যায়, দু’ইটি স্কুলের মূল গেটের তালা লাগানো। তালা লাগান থাকলেও প্রাচীর টপকে স্কুলে প্রবেশ করে নিশি কুটুম্বের দল। কুরপাই হাইস্কুলে প্রধান শিক্ষকের রুমের দরজা ভেঙে ভিতরে ঢোকে। ওই স্কুলে মোট ৮ থেকে ১০টি আলমারি ভেঙে তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। এ বিষয়ে কুরপাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানান, “স্কুলের কম্পিউটার অক্ষত অবস্থায় রয়েছে। তবে আলমারি গুলো তছনছ করেছে। পুলিশ প্রাথমিক তদন্ত করেছে। গুরুত্বপূর্ণ নথি খোয়া গিয়েছে কিনা তা জানিয়ে জিডি করা হবে থানায়”

advertisement

View More

আরও পড়ুনঃ  সরকারি সমবায় অফিস এখন ছাগল ঘর! দু’দশক ধরে জরাজীর্ণ, পূর্বস্থলীতে প্রশাসনিক নীরবতা

অন্যদিকে নিকাশী মহেশ্বর জিউ হাইস্কুলের কার্নিশ দিয়ে দোতলায় উঠে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের ঘরের কলাপসিবল গেটের তালা ভেঙে ভিতরে ঢোকে। ভিতরে কম্পিউটারের হার্ডডিক্স ও সিপিইউ-এর হার্ডডিক্স খুলে নিয়ে যায় চোরের দল। এছাড়াও কম্পিউটার ল্যাবের দরজার তালা কেটেছে চোর। তবে কম্পিউটার ল্যাবের সব কম্পিউটার অক্ষত অবস্থায় রয়েছে। প্রধান শিক্ষকের ঘরের সমস্ত আলমারির তালা ভাঙা। ঘটনার তদন্তে আসে পুলিশ। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পার্থসারথি ভৌমিক জানিয়েছেন, “কম্পিউটার ও সিপিইউ এর হার্ডডিক্স খোয়া গেছে। পুলিশ প্রাথমিক তদন্ত করে গিয়েছে। এই ঘটনা স্কুলে প্রথম।”

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নিকাশী হাইস্কুলের সভাপতি তথা স্থানীয় বাসিন্দা প্রদীপ দে জানান, “একই গ্রাম পঞ্চায়েত এলাকার দু’টি স্বনামধন্য স্কুলে চুরির ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসনের কাছে ঘটনার তদন্তের অনুরোধ জানিয়েছি।’ স্কুলে এই ধরনের ঘটনা এই পঞ্চায়েত এলাকায় এলাকায় প্রথম ঘটেছে বলে জানায় স্থানীয় বাসিন্দারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষমেশ স্কুলে চুরি! কনকনে শীতের রাতে তমলুকের ২টি স্বনামধন্য বিদ্যালয়ে নিশি কুটুম্বের হানা
আরও দেখুন

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে বিভিন্ন এলাকায় শীতের রাতে চুরির ঘটনা বাড়ছে। বিভিন্ন এলাকায় চুরির ঘটনা রুখতে তৎপর হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। একই এলাকায় পরপর দু’টি স্কুলে চুরির ঘটনায় পর রীতিমত আতঙ্ক ছড়িয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
School Robbery: শেষমেশ স্কুলে চুরি! কনকনে শীতের রাতে তমলুকের ২টি স্বনামধন্য বিদ্যালয়ে নিশি কুটুম্বের হানা, কম্পিউটারের হার্ডডিক্সও বাদ দিল না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল