TRENDING:

East Medinipur News: তরতাজা প্রাণ কেড়ে নিল বেপরোয়া লরি! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাইকে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় ট্রলার চালকের মৃত্যু

Last Updated:

East Medinipur News: কিছুক্ষণ আগেও যে মানুষটা বাড়ি ফেরার পথে ছিলেন, বাড়ি গিয়ে সবাই একসঙ্গে সামুদ্রিক মাছ দিয়ে ভাত খাবেন বলেছিলেন, তিনি আর ফিরবেন না! মর্মান্তিক খবরে কান্নায় ভেঙে পড়েন প্রয়াত ট্রলার চালকের বাড়ির লোক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাঁথি, মদন মাইতিঃ পেশায় ছিলেন ট্রলার চালক। প্রতিদিনের মতো এদিনও সমুদ্র থেকে মাছ শিকার শেষে রাতে বাড়ি ফিরছিলেন। কিন্তু আর পরিবারের কাছে ফেরা হল না! ভয়াবহ পথ দুর্ঘটনা তাঁর প্রাণ কেড়ে নিল। মৃত ট্রলার চালকের নাম স্বপন ঘোড়াই (৫৫)। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি তিন নম্বর ব্লকের একতারপুরে বাড়ি। দিনের পর দিন ট্রলার চালিয়ে পরিবারের মুখে অন্ন তুলে দিতেন তিনি। সারাদিন ট্রলার চালিয়ে রাতে বাড়ি ফিরতেন। কিন্তু এদিন রাতটা হয়ে উঠল তাঁর জীবনের শেষ রাত।
কাঁথি মহকুমা হাসপাতাল 
কাঁথি মহকুমা হাসপাতাল 
advertisement

রোজকার মতো এদিনও কাঁথি-বেলদা রাজ্য সড়ক ধরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন স্বপনবাবু। বাইক চালিয়ে কুলবেড়িয়ার কাছে পৌঁছতেই আচমকা ঘটে বিপদ। উল্টো দিক থেকে আসা একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে তাঁর বাইকে। কোনও কিছু বুঝে ওঠার আগেই ছিটকে পড়েন তিনি। রাতের অন্ধকারে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে নিথর হয়ে গিয়েছেন তিনি।

advertisement

আরও পড়ুনঃ রাতের অন্ধকারে পুড়ে খাক এটিএম, টাকা লুট করে আগুন ধরিয়ে দিল দুষ্কৃতীরা! হাওড়ায় ভয়াবহ ছবি

পুলিশকে এই দুর্ঘটনার বিষয়ে খবর দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। রাস্তার ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা স্বপনবাবুকে উদ্ধার করে দ্রুত কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পর শোকে ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। কিছুক্ষণ আগেও যে মানুষটা বাড়ি ফেরার পথে ছিলেন, বাড়ি গিয়ে সবাই একসঙ্গে সামুদ্রিক মাছ দিয়ে ভাত খাবেন বলেছিলেন, তিনি আর ফিরবেন না! মর্মান্তিক খবরে কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোক।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
২ ফুটের ‘জায়েন্ট রোল’ তাও মাত্র ৫০ টাকায় ! জানেন কোথায় পাবেন?
আরও দেখুন

এই ঘটনার পর কাঁথির একতারপুর গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, খুব ভাল মানুষ ছিলেন স্বপনবাবু। দীর্ঘদিন ধরে ট্রলার চালাচ্ছিলেন। ট্রলারে দীর্ঘ সময় কাটালেও রাতে বাড়ি ফিরে পরিবার নিয়ে সময় কাটাতেন তিনি। প্রতিবেশীদেরও চোখে জল এনে দিয়েছে তাঁর এই মর্মান্তিক মৃত্যু। পরিবারের আর্থিক ভরসার স্তম্ভ ছিলেন তিনি। হঠাৎ এভাবে প্রাণ হারানোয় শোকস্তব্ধ তাঁর পরিবার। সেই সঙ্গেই কাঁথি-বেলদা সড়কে নিয়ন্ত্রণহীন লরির গতিবেগ নিয়েও উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News: তরতাজা প্রাণ কেড়ে নিল বেপরোয়া লরি! নিয়ন্ত্রণ হারিয়ে সোজা বাইকে ধাক্কা, ভয়াবহ দুর্ঘটনায় ট্রলার চালকের মৃত্যু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল