TRENDING:

Success Story: শখের বশে সফল ব্যবসায়ী! ইউটিউব দেখে অর্গানিক মেহেন্দি বানানো শিখে দু'হাতে রোজগার, অনিতার সাফল্য বহু মহিলার অনুপ্রেরণা

Last Updated:

East Medinipur Success Story: ইউটিউব দেখে বাড়িতে অর্গানিক মেহেন্দি বানানো শুরু। সেই মেহেন্দিকেই জীবিকার মাধ্যম করে তুলেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার অনিতা বেগম। শখের বশে হয়ে উঠেছেন সফল ব্যবসায়ী।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
এগরা, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: হাতের সৌন্দর্য বাড়াতে মেহেন্দির ব্যবহার করেন মেয়েরা। উৎসব, বিয়ে কিংবা বিশেষ অনুষ্ঠানে মেহেন্দি ছাড়া যেন আনন্দ অসম্পূর্ণ। কিন্তু এই মেহেন্দিকেই জীবিকার মাধ্যম করে তুলেছেন পূর্ব মেদিনীপুর জেলার এগরার অনিতা বেগম। সাধারণ একটি পরিবার থেকে উঠে আসা অনিতা শখের বসে বাড়িতে মেহেন্দি তৈরি শুরু করেছিলেন। তখন তিনি ভাবেননি, এই ছোট উদ্যোগ একদিন তাঁর রোজগারের প্রধান ভরসা হয়ে উঠবে। আজ সেই মেহেন্দি তৈরি করেই নিজের খরচ চালাচ্ছেন অনিতা।
advertisement

ধীরে ধীরে তিনি হয়ে উঠেছেন এলাকার এক অনুপ্রেরণা। অনিতার মেহেন্দি তৈরির গল্প শুরু হয় ইউটিউব দেখে। প্রথমে বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে মেহেন্দি তৈরির সামগ্রী অর্ডার করতেন তিনি। বাড়িতে বসেই শুরু করেন পরীক্ষা-নিরীক্ষা। কখনও রং ঠিক হচ্ছে না, কখনও ঘনত্ব ঠিক থাকছে না। তবু হাল ছাড়েননি। বারবার চেষ্টা করেছেন। ধীরে ধীরে রপ্ত করেন মেহেন্দি তৈরির কৌশল। সম্পূর্ণ অর্গানিক উপায়ে মেহেন্দি তৈরি করতে শেখেন তিনি। কেমিক্যালমুক্ত হওয়ায় এই মেহেন্দির রং গাঢ় হয় এবং ত্বকের ক্ষতিও কম। বাড়িতে তৈরি অর্গানিক মেহেন্দি গ্রাহকদের আস্থা বাড়িয়ে তোলে।

advertisement

আরও পড়ুনঃ একঢিলে দুই পাখি! সুন্দরবনে এল ম্যানগ্রোভ রোপন মরশুম, প্রকৃতি বাঁচিয়ে বিকল্প জীবিকা উপকূলবাসীর

শুরুর দিকে অনিতার তৈরি মেহেন্দি কিনতেন তাঁর বন্ধুরা ও বাড়ির আশেপাশের লোকজন। কেউ কেউ আবার তাঁর কাছ থেকে হাতে মেহেন্দি ডিজাইনও করিয়ে নিতেন। অনিতা অসাধারণ সব ডিজাইনের মেহেন্দি করতে পারেন। সাধারণ নকশা থেকে শুরু করে আধুনিক ব্রাইডাল ডিজাইনেও তিনি দক্ষ। মুখে মুখেই তাঁর কাজের সুনাম ছড়িয়ে পড়ে। এরপর তিনি অনলাইনের দিকে পা বাড়ান। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ই-কমার্স প্ল্যাটফর্মে নিজের মেহেন্দি বিক্রি শুরু করেন। অল্প সময়ের মধ্যেই সাড়া মেলে ভাল। এখন সারা ভারতবর্ষ থেকেই তাঁর কাছে অর্ডার আসে।

advertisement

View More

আরও পড়ুনঃ মানুষের দাপাদাপিতে বাসস্থান বদল! পূর্বস্থলীর পরিযায়ী পাখিদের নতুন ঠিকানা ছাড়িগঙ্গা, প্রকৃতির কোলে ১ দিনের অপূর্ব ট্রিপ

বর্তমানে অনিতা বেগম মেহেন্দি তৈরি করেই নিজের দৈনন্দিন খরচ চালাতে সক্ষম। বাড়ির অন্যান্য কাজের পাশাপাশি তিনি মেহেন্দি তৈরি করেই নিজের খরচ চালাচ্ছেন। তাঁর এই সাফল্য এলাকায় অনেক মেয়ের অনুপ্রেরণা।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
জয়নগরের মোয়ার গুণগত মান নিয়ে নেই আর কোন চিন্তা! কিউ আর কোডই মিলবে তথ্য
আরও দেখুন

অনিতা প্রমাণ করেছেন, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে ছোট উদ্যোগ থেকেও বড় কিছু গড়ে তোলা যায়। যে মেহেন্দি সাধারণত হাতের সৌন্দর্য বাড়ানোর জন্য ব্যবহার হয়, সেই মেহেন্দি তৈরি করেই তিনি নিজের ভবিষ্যৎ গড়ছেন। অনিতার এই পথচলা শুধু একটি সাফল্যের গল্প নয়, এটি আত্মনির্ভরতার এক জীবন্ত উদাহরণ।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Success Story: শখের বশে সফল ব্যবসায়ী! ইউটিউব দেখে অর্গানিক মেহেন্দি বানানো শিখে দু'হাতে রোজগার, অনিতার সাফল্য বহু মহিলার অনুপ্রেরণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল