জানা যাচ্ছে, অপারেশন সিঁদুর অভিযানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেছিলেন হলদিয়ার এই সেনা কর্মী। ছেলেমেয়েদের পড়াশোনার কারণে হলদিয়া টাউনশিপে থাকেন। টাউনশিপের ঠিকানায় রয়েছেন তাঁর স্ত্রী, মা ও দুই সন্তান। হলদিয়া শহরের উপকণ্ঠে ভবানীপুর থানার অন্তর্গত বড়বাড়ি গ্রামেও ওই সেনা জওয়ানের একটি বসতবাড়ি রয়েছে। সেই ফাঁকা বাড়িতেই বড়সড় চুরির ঘটনা ঘটল।
আরও পড়ুনঃ শিক্ষকের থাপ্পড়ে অপমান! পিস্তল হাতে স্কুলে হাজির ছাত্র, তেড়ে গেল স্যারের দিকে! তারপর…?
advertisement
এই বিষয়ে ওই সেনা জওয়ানের কাকু তপন মাইতি জানান, ‘ভাইপো দেশের সুরক্ষায় ব্যস্ত। বৌদি ও বৌমা দুই নাতি-নাতনির পড়াশোনার কারণে হলদিয়া টাউনশিপে গিয়েছে। ফলে বাড়ি পুরো ফাঁকা। সেই সুযোগ নিয়েছে চোরের দল। বাড়িতে থাকা গয়না, নগদ টাকা, পিতল ও কাঁসার জিনিসপত্র সহ ইলেকট্রিক ইনভার্টার চুরি হয়েছে। সবমিলিয়ে কয়েক লক্ষ টাকার চুরি। রূপোর গয়না ২০-২৫ হাজার টাকার উপর, নগদ ১০ হাজার টাকা, ১ লক্ষ টাকার মতো কাঁসা ও পিতলের বাসন। বাড়ির ইলেকট্রিক ইনভার্টারও চুরি হয়েছে। সেনা জওয়ানের বাড়িতেই চুরি হলে সাধারণ মানুষ কীভাবে সুরক্ষা পাবে!’
এই চুরির ঘটনার পর হলদিয়ার ভবানীপুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে সরজমিনে দেখে প্রাথমিক তদন্ত করে যায়। হলদিয়া ভবানীপুর থানা সূত্রে জানা যায়, এই ঘটনার কিনারা করতে এবং চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করতে তদন্ত চলছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এদিকে পরিবারের লোকজন জানিয়েছে, এর আগেও একবার ওই সেনা জওয়ানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। পুলিশ সেই সময় দু’জনকে আটক করে। কিন্তু পরে তাঁরা ছাড়া পায়। ফলে এবারের চুরির ঘটনাতেও তাঁরাই জড়িত বলে সন্দেহ পরিবারের।