শিক্ষকের থাপ্পড়ে অপমান! পিস্তল হাতে স্কুলে হাজির ছাত্র, তেড়ে গেল স্যারের দিকে! তারপর...?
- Reported by:Tanmoy Nandi
- hyperlocal
- Published by:Sneha Paul
Last Updated:
পিস্তল উঁচিয়ে শিক্ষকের দিকে তেড়েও যান ওই পড়ুয়া
গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, তন্ময় নন্দীঃ ক্লাস চলাকালীন ছাত্রকে থাপ্পড় মেরেছিলেন শিক্ষক, অপমানিত বোধ হওয়ায় বিরাট পদক্ষেপ নিল ছাত্র। পড়ুয়াকে শাসন করার এমন ফল হবে, সেটা হয়তো আশা করেননি স্যার। শিক্ষক মহাশয়কে শায়েস্তা করতে এবার স্কুলে নাইন এম এম পিস্তল নিয়ে হাজির শিক্ষার্থী। পিস্তল উঁচিয়ে তেড়েও গিয়েছিল শিক্ষকের দিকে। সহপাঠীরা বাধা দেওয়ায় দুর্ঘটনা ঘটেনি। পরে দশম শ্রেণির ওই ছাত্রকে আটক করে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে নাইন এম এম পিস্তল। সোমবার গোপীবল্লভপুর দুই নম্বর ব্লকের এক স্কুলের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সৈয়দ মহাম্মদ মামদাদুল হাসান বলেন, ‘ছাত্রের কাছে থাকা পিস্তলে কার্তুজ ছিল। তাঁর কাছে কোথা থেকে এই পিস্তল এল খতিয়ে দেখা হচ্ছে’।
আরও পড়ুনঃ পুজোয় এবার সত্যিকারের ‘আঁধার বিনাশ’! দুঃস্থদের মুখে ফুটবে হাসি, বড় চমক ‘এই’ পুজো কমিটির
জানা গিয়েছে, দ্বিতীয় পিরিয়ডে ইতিহাসের ক্লাস চলাকালীন ঘটনার সূত্রপাত। পিছনের বেঞ্চে বসে ওই ছাত্রটি সামনের বেঞ্চের এক ছাত্রকে বিরক্ত করায় শিক্ষক তাঁকে বকাবকি করেন। পরবর্তীতে শিক্ষক মহাশয় কিছু কাজ দেন যা সমস্ত ছাত্রছাত্রীদের লিখে দেখাতে বলেন। ছেলেটি শিক্ষক মহাশয়ের কথায় আমল দেয়নি। সে খাতাতেও কিছু লেখেনি। রাগে শিক্ষক তাঁকে থাপ্পড় মারেন। ক্লাস শেষ হতেই প্রধান শিক্ষককে নালিশ জানাতে যায় প্রহৃত ছাত্রটি। সেখানে ইতিহাসের শিক্ষককে দেখে সে ‘অভিভাবককে ডাকতে যাচ্ছি’ বলে শাসানি দিয়ে চলে যায়। পরে প্রধান শিক্ষকও বেরিয়ে যান।
advertisement
advertisement
এদিকে টিফিনের সময় প্রধান শিক্ষকের ঘরে বসেছিলেন ইতিহাসের শিক্ষক। তখনই বন্দুক নিয়ে ওই ছাত্র সেখানে হাজির হয়। সহপাঠীরা তাঁকে বাইরে নিয়ে যায়। কিন্তু ওই শিক্ষক যেখানে ভাড়া থাকেন, সেখানেও পৌঁছে যায় ছাত্রটি। পরে সিভিক কর্মীরা তাঁকে ধরে স্কুলে আনেন, আসে পুলিশ। ইতিহাসের শিক্ষক অভিযোগ জানালে পুলিশ ছাত্রটিকে আটক করে।
আরও পড়ুনঃ গভীর রাতে আলো নিভিয়ে তাণ্ডব শুরু! নদিয়ায় যা হল…! আতঙ্কের পরিবেশ এলাকায়
ছাত্রটির বাবা বলেন, ‘ঘটনা শুনে ঝাড়খণ্ড থেকে তড়িঘড়ি ফিরতে হল। আমার ছেলে এমন ঘটনা ঘটাবে আমি কল্পনা করতে পারিনি’। অনেকেই মনে করছেন, পড়াশোনায় দুর্বল ছাত্রদের কথার গুরুত্ব না দেওয়া, তাঁদের প্রতি শিক্ষকদের যত্নের অভাব বহু ক্ষেত্রে এমন বেপরোয়া মনোভাবের জন্ম দেয়।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
ঝাড়গ্রাম ডিপিএসসির চেয়ারম্যান জয়দীপ হোতা বলেন, ‘প্রধান শিক্ষক যদি ওই ছাত্রকে ডেকে পাঠাতেন বা একটু গুরত্ব দিতেন, তাহলে হয়ত এমনটা ঘটত না’। জেলা পুলিশ সূত্রে খবর, আজ ছাত্রটিকে বিশেষ আদালতে পাঠানো হতে পারে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Aug 19, 2025 2:17 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
শিক্ষকের থাপ্পড়ে অপমান! পিস্তল হাতে স্কুলে হাজির ছাত্র, তেড়ে গেল স্যারের দিকে! তারপর...?










