এই চ্যাম্পিয়নশিপে দেশের একাধিক রাজ্য থেকে খেলোয়াড়রা অংশগ্রহণ করেছে। জম্মু-কাশ্মীর থেকে শুরু করে তামিলনাড়ু, মেঘালয়, রাজস্থান, মহারাষ্ট্র, কেরল, কর্ণাটক, অসম, উত্তরপ্রদেশ, বিহার-সহ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ২৫ টি দল অংশগ্রহণ করেছে। পুরুষ ও মহিলা খেলোয়াড়দের মিলিত অংশগ্রহণে এই মিক্সড নেটবল প্রতিযোগিতা বিশেষ আকর্ষণ তৈরি করেছে। খেলোয়াড়দের দক্ষতা দর্শকদের মুগ্ধ করছে। প্রতিটি ম্যাচেই দেখা যাচ্ছে হাড্ডাহাড্ডি লড়াই।
advertisement
আরও পড়ুন: ৫০ গ্রেফতার, ৩৫০ আটক! ৬ দিনের পৌষ মেলায় পুলিশের ব্যাপক তৎপরতা, ভাঙামেলা নিয়েও বড় বার্তা
পূর্ব মেদিনীপুরে আয়োজিত এই প্রতিযোগিতা প্রসঙ্গে ওয়েস্ট বেঙ্গল মিক্সড নেটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাস্টার রাজা বলেন, “এই প্রতিযোগিতার মাধ্যমে নেটবল খেলাকে জাতীয় স্তরে আরও জনপ্রিয় করে তোলাই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে সিনিয়র খেলোয়াড়দের জন্য এই ধরনের মঞ্চ খুবই দরকার। এখানে পুরুষ ও মহিলা খেলোয়াড়রা একসঙ্গে খেলছেন। এতে খেলাটার মান আরও উন্নত হচ্ছে। আমরা খেলোয়াড়দের থাকা, খাওয়া এবং চিকিৎসা পরিষেবার দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছি। মাঠে নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আয়োজকদের তরফে জানান হয়েছে, এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে মিক্সড নেটবল খেলাকে আরও জনপ্রিয় করে তোলা তাদের মূল লক্ষ্য। বিশেষ করে যুবসমাজকে এই খেলায় আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। মাঠে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছে। নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। খেলা প্রেমীদের জন্য প্রবেশ সম্পূর্ণ অবাধ রাখা হয়েছে। প্রতিদিনই মাঠে ক্রীড়া প্রেমীদের উপচে পড়ছে।





