Poush Mela 2025: ৫০ গ্রেফতার, ৩৫০ আটক! ৬ দিনের পৌষ মেলায় পুলিশের ব্যাপক তৎপরতা, ভাঙামেলা নিয়েও বড় বার্তা
- Reported by:Souvik Roy
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Birbhum News Poush Mela: পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ছয় দিনে মেলায় নানা অপরাধমূলক কাজকর্মের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার ও ৩৫০ জনকে আটক করা হয়েছে।
বীরভূম, সৌভিক রায়: শেষ হয়েছে বোলপুর শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। রবিবার রাত ১২টার পর এই বছরের মতো সমাপ্তি ঘোষণা হয় পৌষমেলার। আর মেলার শেষ দিনে পূর্বপল্লীর মাঠজুড়ে কয়েক লক্ষ পর্যটকদের ভিড়। দেশ-বিদেশের পর্যটক থেকে শুরু করে গোটা বাংলার মেলাপ্রেমীদের ভালবাসায় আবারও গমগম করল শান্তিনিকেতন। এবছর পৌষমেলা সুষ্ঠুভাবে আয়োজিত হওয়ার ফলে হওয়ার ফলে খুশি হস্তশিল্পী ও ব্যবসায়ীরা। তবে ভাঙা মেলা আর এবার থাকছে না। রবিবার রাত থেকেই সকল ব্যবসায়ীদের উঠে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কেউ না উঠলে, জোরপূর্বক তুলে দেবে পুলিশ প্রশাসন। পরের বছর সেই স্টল আর বসতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়।
৭ পৌষ থেকে টানা ছয়দিন ধরে মেলায় মানুষের ঢল নামায় পূর্বপল্লীর মাঠ কার্যত আনন্দ উল্লাসে উৎসবমুখর হয়ে ওঠে। হস্তশিল্পের স্টল থেকে লোকসংগীত, নৃত্য ও নানা সাংস্কৃতিক পরিবেশনা সব মিলিয়ে পৌষমেলায় এবারও সেই চেনা ছন্দ। মেলা শেষ হতেই মন খারাপের আবহ বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনী, হস্তশিল্পী ও ব্যবসায়ীদের মধ্যেও। আবার এক বছর অপেক্ষার পালা। তবে ব্যবসায়ীদের দাবি, ‘চার দিনের বদলে ছয় দিনের মেলায় বিক্রি হয়েছে ভাল।’
advertisement
আরও পড়ুন: পিঠে-পুলির মরশুমে ব্যাপক দাম বাড়ার আশঙ্কা নলেন গুড়ের! জোড়া কারণে মাথায় হাত ব্যবসায়ী থেকে ক্রেতাদের
advertisement
প্রসঙ্গত, ২০১৯ সালে মেলা তোলা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও স্টল ও জায়গা দখল করে রাখার অভিযোগ উঠেছিল একাংশ ব্যবসায়ীদের বিরুদ্ধে। সেই অভিজ্ঞতা মাথায় রেখেই এবছর ভাঙামেলা নিয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করেছিলেন বিশ্বভারতী কর্তৃপক্ষ ও বীরভূম জেলা পুলিশ প্রশাসন। বিশ্বভারতী কর্তৃপক্ষের দাবি, চার দিনের বদলে এবার ছয় দিনের মেলা করা হয়েছে। নির্ধারিত সময়ের পরে ভাঙামেলা চালানোর কোনও সুযোগ নেই। জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পঠন-পাঠন ও সেমিস্টার পরীক্ষা শুরু হতে চলেছে। ফলে পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে ১ জানুয়ারির মধ্যেই পূর্বপল্লীর মাঠ পরিষ্কার করে ফেরত পেতে চাইছে বিশ্বভারতী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী নির্দিষ্ট সময়ে মেলার মাঠ খালি করতে তৎপর বীরভূম জেলা পুলিশ প্রশাসনও। পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে ছয় দিনে মেলায় নানা অপরাধমূলক কাজকর্মের অভিযোগে ৫০ জনকে গ্রেফতার ও ৩৫০ জনকে আটক করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে চুরি-সহ নানা অভিযোগ রয়েছে। বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল জানান, “রবিবার রাতের মধ্যেই সকল ব্যবসায়ীকে মাঠ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। সারা দিন ধরে মাইকিং করে তা জানানো হয়েছে।” পাশাপাশি প্রশাসনিক আধিকারিকরাও এসে হাতজোড় করে ব্যবসায়ীদের আবেদন জানিয়েছেন নির্দিষ্ট সময় মতো সবকিছু বন্ধ করে পরিষ্কার করে দেওয়ার জন্য। সেই মতো এই দিন সকাল থেকেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মেলার স্টল বন্ধের জন্য তৎপরতা শুরু হয়ে গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Birbhum,West Bengal
First Published :
Dec 29, 2025 3:35 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Poush Mela 2025: ৫০ গ্রেফতার, ৩৫০ আটক! ৬ দিনের পৌষ মেলায় পুলিশের ব্যাপক তৎপরতা, ভাঙামেলা নিয়েও বড় বার্তা










