এ বছর পেজ ইলেভেন ক্লাবের সরস্বতী পুজো ১৬ তম বর্ষে পদার্পণ করছে। তাই দেড় দশক পেরিয়ে এবছর পুজোকে আরও বিশেষ করে তুলতে চাইছে ক্লাব কর্তৃপক্ষ। দিঘার কাছাকাছি হওয়ায় পর্যটকদের কাছেও এই পুজো বাড়তি আকর্ষণ হয়ে উঠতে চলেছে। ক্লাবের সদস্যদের মতে, শুধু উৎসব নয়, সমাজের প্রতি দায়বদ্ধতাও রয়েছে। সেই ভাবনা থেকেই পরিবেশ সচেতনতার বার্তা তুলে ধরার সিদ্ধান্ত। মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীদের চোখের সামনে ফুটে উঠবে প্রকৃতির বর্তমান সংকট। ঝাউবনের ধ্বংস, সবুজ হারিয়ে যাওয়ার ছবি এবং তার প্রভাব স্পষ্টভাবে দেখানো হবে।
advertisement
আরও পড়ুন: ডাক বিভাগের দৌলতে অভাবের দিন শেষ, শিল্পীদের পকেটে ঢুকেছে মোটা টাকা! এক ফোনেই ঘরে পৌঁছবে ছৌ মুখোশ
সম্পূর্ণ মণ্ডপের নকশা ও রূপায়ণের দায়িত্বে রয়েছেন শিল্পী শুভাশিস শী। তাঁর হাতের ছোঁয়ায় মণ্ডপ সেজে উঠবে পরিবেশবান্ধব ভাবনায়। মণ্ডপের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি হচ্ছে বিশেষ প্রতিমা। কুমোরটুলির প্রতিমা শিল্পী অমল কুমার পালের দক্ষ হাতে গড়ে উঠছে এই অনন্য প্রতিমা। থিমের ভাবনাকে মাথায় রেখেই প্রতিমার প্রতিটি অংশে রাখা হচ্ছে বিশেষ বার্তা। খুঁটি পুজোর মধ্য দিয়েই শুরু হয়েছে থিম তৈরির প্রস্তুতি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পুজোয় আধুনিকতার সঙ্গে সঙ্গে হারিয়ে যেতে বসা গ্রাম বাংলার ঐতিহ্যও তুলে ধরা হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে আগামী ২১ জানুয়ারি থেকে। পুজোর কয়েকদিন জুড়ে থাকছে নানা আকর্ষণ। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে গান, নৃত্য ও আবৃত্তির আসর। পাশাপাশি আয়োজন করা হবে বিভিন্ন সামাজিক কর্মসূচি। পরিবেশ সচেতনতা নিয়ে আলোচনা ও বার্তাও দেওয়া হবে। ক্লাব কর্তৃপক্ষের আশা, এই পুজোর মাধ্যমে মানুষ আরও একবার প্রকৃতির দিকে ফিরে তাকাবেন। উৎসবের আনন্দের মধ্য দিয়েই পৌঁছে যাবে প্রকৃতি রক্ষার গুরুত্বপূর্ণ বার্তা।





