TRENDING:

East Medinipur News:থানায় দায়ের করা অভিযোগের অগ্রগতি কতদূর? জনস্বার্থে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পূর্ব মেদিনীপুরের পুলিশ

Last Updated:

থানায় অভিযোগ দায়ের করার পর তার কতটা অগ্রগতি হল? সেই বিষয়ে কিছুই জানতে পারত না সাধারণ মানুষ। তবে সে'সব আর নয়! থানায় অভিযোগ দায়ের করার পর তার অগ্রগতি সম্পর্কে জানতে পারবে সাধারণ মানুষ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক সৈকত শী: সাধারণ মানুষের মনে পুলিশ সম্পর্কে ক্ষোভ ও খারাপ ধারণা দূর করতে তৎপর  পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। থানায় অভিযোগ দায়ের করার পর তার কতটা অগ্রগতি হল? সেই বিষয়ে কিছুই জানতে পারত না সাধারণ মানুষ। তবে সে’সব আর নয়! থানায় অভিযোগ দায়ের করার পর তার অগ্রগতি সম্পর্কে জানতে পারবে সাধারণ মানুষ। জনসাধারণের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ হোয়াটসঅ্যাপ নম্বর চালু করা হল।
advertisement

পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এই হোয়াটসঅ্যাপ নম্বরটির আনুষ্ঠানিক ঘোষণা করেন। থানায় আগে দায়ের করা কোনও মামলা বা অভিযোগের তদন্ত সংক্রান্ত অগ্রগতি জানতে সাধারণ মানুষ এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। মামলাটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, এখন পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা সর্বশেষ আপডেট কী—তা যাচাই করে অভিযোগকারীকে যথাযথভাবে জানানো হবে। ফলে মামলার তথ্য জানতে বারবার থানায় যেতে হবে না এবং পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও সুদৃঢ় হবে।

advertisement

এই নম্বরে প্রাপ্ত প্রতিটি অভিযোগ ও তথ্য গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশের চালু করা নতুন হোয়াটসঅ্যাপ নম্বর হল ৭০৪৭৯৮৯৮০০। পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, ” সাধারণ মানুষ থানায় অভিযোগ বা মামলা দায়ের করার পর সেই সম্পর্কে আর কিছুই জানতে পারে না। থানায় আগে দায়ের করা কোনও মামলা বা অভিযোগের তদন্ত সংক্রান্ত অগ্রগতি জানতে সাধারণ মানুষ এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ফলে মামলার তথ্য জানতে বারবার থানায় যেতে হবে না।”

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার অঙ্কন শিক্ষকের আকাশছোঁয়া সাফল্য! রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় পুরস্কার
আরও দেখুন

তিনি আরও জানান, ট্রাফিক ডিউটিতে নিয়োজিত প্রত্যেক পুলিশ কর্মীর জন্য বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে, অনাকাঙ্ক্ষিত অভিযোগ কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিষেবা পাবেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পুলিশি পরিষেবা পৌঁছে দিতে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
East Medinipur News:থানায় দায়ের করা অভিযোগের অগ্রগতি কতদূর? জনস্বার্থে হোয়াটসঅ্যাপ নম্বর চালু করল পূর্ব মেদিনীপুরের পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল