পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে এই হোয়াটসঅ্যাপ নম্বরটির আনুষ্ঠানিক ঘোষণা করেন। থানায় আগে দায়ের করা কোনও মামলা বা অভিযোগের তদন্ত সংক্রান্ত অগ্রগতি জানতে সাধারণ মানুষ এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। মামলাটি বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, এখন পর্যন্ত কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বা সর্বশেষ আপডেট কী—তা যাচাই করে অভিযোগকারীকে যথাযথভাবে জানানো হবে। ফলে মামলার তথ্য জানতে বারবার থানায় যেতে হবে না এবং পুলিশি ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি আরও সুদৃঢ় হবে।
advertisement
এই নম্বরে প্রাপ্ত প্রতিটি অভিযোগ ও তথ্য গুরুত্ব সহকারে পর্যালোচনা করা হবে এবং প্রয়োজন অনুযায়ী দ্রুত ও যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলা পুলিশের চালু করা নতুন হোয়াটসঅ্যাপ নম্বর হল ৭০৪৭৯৮৯৮০০। পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানিয়েছেন, ” সাধারণ মানুষ থানায় অভিযোগ বা মামলা দায়ের করার পর সেই সম্পর্কে আর কিছুই জানতে পারে না। থানায় আগে দায়ের করা কোনও মামলা বা অভিযোগের তদন্ত সংক্রান্ত অগ্রগতি জানতে সাধারণ মানুষ এই হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। ফলে মামলার তথ্য জানতে বারবার থানায় যেতে হবে না।”
তিনি আরও জানান, ট্রাফিক ডিউটিতে নিয়োজিত প্রত্যেক পুলিশ কর্মীর জন্য বডি ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে ট্রাফিক ব্যবস্থায় স্বচ্ছতা বজায় থাকবে, অনাকাঙ্ক্ষিত অভিযোগ কমবে এবং সাধারণ মানুষ আরও নিরাপদ ও বিশ্বাসযোগ্য পরিষেবা পাবেন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষের কাছে আরও বেশি করে পুলিশি পরিষেবা পৌঁছে দিতে।





