পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের বাবুয়া গ্রামে একটি চুরির ঘটনায চাঞ্চল্য এলাকায়। জানা যায়, ওই গ্রামে অবসরপ্রাপ্ত রেলকর্মী বিমল বিশ্বাসের বাড়িতে চুরি হয়েছে। বাড়িতে বিমল বিশ্বাস তার পুত্র, পুত্রবধূ এবং নাতনিকে নিয়ে বসবাস করেন। প্রতিদিনকার মতো বাড়ির এই চার সদস্য যে যার শোয়ার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েন। বাড়ির মূল দরজা-সহ খিড়কির দরজা এবং চিলেকোঠার দরজায় তালা লাগিয়ে ঘুমাতে যান।
advertisement
আরও পড়ুনঃ প্রজাতন্ত্র দিবসে দিল্লির রাজপথে মালদহের দুই ‘সু-কন্যা’! জোড়া সাফল্যে গর্বে বুক চওড়া জেলাবাসীর
রাতের অন্ধকারে দুষ্কৃতীরা বাড়ির কার্নিশ বেয়ে ছাদে ওঠে। চিলেকোঠার দরজার দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে চোরের দল। গোটা বাড়ি জুড়ে আলমারি লকার ভেঙে তন্নতন্ন করে সবকিছু নিয়ে চম্পট দেয় দুষ্কৃতকারীরা।
এ বিষয়ে গৃহকর্তা বিমল বিশ্বাস বলেন, “বাড়ির ভিতর এতবড় ঘটনা ঘটলেও আমরা কেউ বিন্দুমাত্র টের পাইনি। বাড়ির পোষা কুকুরটিরও ঘুমের ঘোর কাটছিল না। সকালে পুত্রবধূ ঘুম থেকে উঠে বাড়ির সবকিছু লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পায়। দুষ্কৃতীরা রাসায়নিক স্প্রে করেছে বলে আমাদের অনুমান। সবমিলিয়ে প্রায় তিন লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। আমার নাতনির জ্যাকেট, সোয়েটার ও অন্তর্বাস নিয়ে পালিয়েছে। একটি পুরোনো সোয়েটার ফেলে গিয়েছে। কোলাঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। থানার পুলিশ কর্মীরা সবকিছু খতিয়ে দেখেছে এবং ভিডিওগ্রাফি করেছে।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোলাঘাট থানার পুলিশ সূত্রে জানা যায়, অবসরপ্রাপ্ত ওই রেলকর্মীর বাড়ি থেকে নগদ টাকা, সোনা ও রূপো মিলে প্রায় তিন লক্ষ টাকার সামগ্রী চুরি হয়েছে। সেই সঙ্গে দুষ্কৃতীরা নিজেদের পুরোনো পোশাক বাড়ির ভিতর ফেলে গৃহকর্তার নাতনির দামী জ্যাকেট, নতুন অন্তর্বাস ও সোয়েটার নিয়ে চম্পট দিয়েছে। গোটা বাড়ি তছনছ করে নগদ টাকা, সোনা ও দামী মোবাইল নিয়ে চম্পট দিলেও পরিবারের কেউ টের পাননি। সকালে বাড়ির সদস্যারা ঘুম থেকে উঠে চুরির বিষয়টি জানতে পারেন। বাড়ির পোষ্য কুকুরটিও বিন্দুমাত্র টের পায়নি। সব মিলিয়ে কোলাঘাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে।






