পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ ব্লকের খুড়ুই কোটবাড় গ্রামের ইশারা মহাপাত্র। ইতিমধ্যেই তাক লাগিয়ে দিয়েছে সবাইকে। এত কম বয়সেই আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে তাক লাগিয়ে দিয়েছে পরিবার থেকে এলাকাবাসী পর্যন্ত। তিন বছর বয়সেই আন্তর্জাতিক খেতাব জিতে নজির গড়েছে এই বিস্ময় প্রতিভা।
advertisement
বিগত বছরে ‘আই-বি-আর অ্যাচিভার’ স্বীকৃতি পাওয়ার পর চলতি বছরে ইশারা ছিনিয়ে নিয়েছে ‘ইন্টারন্যাশনাল স্টার কিডস অ্যাওয়ার্ড-২০২৫’। ‘মাল্টি-ট্যালেন্ট’ বিভাগে তাকে দেওয়া হয়েছে ‘রাইজিং স্টার’ তকমা। লন্ডনের একটি আন্তর্জাতিক সংস্থার অনুমোদনে চেন্নাইয়ের থারামানি রিজিওনাল অফিস থেকে ই-মেল মারফত এই সম্মান পাওয়ার খবর জানান হয় পরিবারকে। পরে ডাকযোগে ইশারার বাড়িতে পৌঁছে যায় রাইজিং স্টার মেমেন্টো, পদক, সার্টিফিকেট এবং একাধিক উপহার সামগ্রী। এত কম বয়সে এত বড় সাফল্যে খুশির হাওয়া পরিবারে ও সহ প্রতিবেশিদের।
আরও পড়ুনঃ বিনামূল্যে আইনি সহায়তা! আদালতের এই বিশেষ পরিষেবা অনেকেরই অজানা, জেনে রাখুন কাজে লাগতে পারে
ইশারার এই কৃতিত্বে গর্বিত তার বাবা-মা-সহ গোটা পরিবার। ইশারার বাবা সৌভিক মহাপাত্র পেশায় একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি বলেন, “ঈশ্বরের আশীর্বাদ ও সকলের শুভকামনায় মেয়েকে ভবিষ্যতের পথে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।” ইশারার প্রতিভা দেখে অনেকেই বিস্মিত। কেউ কেউ আবার এত কম বয়সে এমন মেধা দেখে হতবাক হয়ে যাচ্ছেন। প্রতিবেশী থেকে আত্মীয়স্বজন, সকলেই ইশারার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাত্র তিন বছর বয়সেই ইশারা বহু বাংলা ছড়া, ইংরেজি রাইমস্, সংস্কৃত স্তব-স্তোত্র সাবলীলভাবে বলতে পারে। গ্রাফিক্স, জেনারেল নলেজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের নানা বিষয়েও রয়েছে তার দখল। মনীষী ও বিখ্যাত ব্যক্তিত্ব শনাক্ত করতে পারে সহজেই। বিভিন্ন দেশের জাতীয় পতাকা চেনা তার কাছে খেলনার মতো। প্রায় পাঁচশোর বেশি ইংরেজি শব্দ সে রপ্ত করেছে। পাজল ও কিডস ম্যাথেও রয়েছে দক্ষতা। বাংলা ও ইংরেজি বর্ণ, সংখ্যা, ছোট ছোট শব্দ লিখতে পারে সে। জাতীয় সঙ্গীত-সহ নানা গানের কলি গেয়ে ওঠে। নাচের তালে পা মেলাতেও পিছিয়ে নেই। এক কথায়, অদ্ভুত প্রতিভার অধিকারী এই খুদে ইশারা আজ সকলের কাছে এক অনুপ্রেরণার নাম।





